Home » পরিষেবা থেকে বঞ্চিত , সোনারপুরে ভোট বয়কটের ডাক বাসিন্দাদের

পরিষেবা থেকে বঞ্চিত , সোনারপুরে ভোট বয়কটের ডাক বাসিন্দাদের

সময় কলকাতা : ওয়ার্ডে প্রায় ৫ হাজার মানুয়ের বসবাস। কিন্তু বর্ষা এলেই কোথাও হাটু সমান জল,কোথাও আবার খান খন্দ, কোথাও বা আবার বেহাল নিকাশি ব্যাবস্থার কথা বারবার জানিয়েও সুরাহা মেলেনি। প্রতিবাদে ভোট বয়কটের সিদ্ধান্ত নিলেন রাজপুর- সোনারপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের নেতাজি পল্লীর বাসিন্দারা। এলাকাবাসীর এই সিদ্ধান্তের কথা জানাজানি হওয়ার পরেই শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক তরজা।

দীর্ঘদিন নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ফলে বর্ষা আসলেই একপ্রকার চরম সমস্যায় পরতে হয় নেতাজি পল্লীর বাসিন্দাদের। অভিযোগ, এলাকায় রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল। এমনকি বর্ষার সময় হাটু জলের সমস্যায়ও ভুগতে হয় তাঁদের। নিকাশির পর্যাপ্ত ব্যবস্থা নেই বললেই চলে।পানীয় জলের ভরসা রাখতে গেলে বরসা একমাত্র গভীর নলকূপ। যা মাঝমধ্যেই খারাপ হলে জল আনতে যেতে হয় পাশের ওয়ার্ডে। দীর্ঘদিন আবেদন করা সত্বেও পানীয় জলের পাইপ লাইনও এলাকায় এসে পৌঁছায়নি। অন্যান্য ওয়ার্ডে কংক্রিটের রাস্তা তৈরি হলেও এখনো তাঁদের ওয়ার্ডে রয়েছে খানাখন্দে ভর্তি ইটপাতা রাস্তা।তাই ভোট বয়কটের সিদ্ধান্ত বলে জানান এলাকার বাসিন্দারা।

সিপিআইএম নেতা সমীক লাহিড়ী বলেন, ১২ বছর ধরে এলাকায় লুঠ হয়েছে। বৃষ্টি হলে জমা জলের দুর্ভোগ আজও সহ্য করতে হচ্ছে সাধারন মানুষকে। ১২ বছর আগে পানীয় জলের সরবারহের পরিকল্পনা করে ছিল বামফ্রন্ট সরকার।এই সরকার আজও তা বাস্তবায়িত করে নি ।রাস্তা বেহাল ,নিকাশি ব্যাবস্থা বেহাল ,পানীয় জল ঠিক মতন পাচ্ছেন না স্থানীয়রা। এই সরকার শুধু কাটমানির সরকার। এলাকা জুড়ে শুধু ফ্ল্যাট হচ্ছে বলে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সিপিআইএম নেতা সমীক লাহিড়ী।প্রাক্তন কাউন্সিলর হেমন্ত বোসের কথায় এলাকাটি অন্যান্য ওয়ার্ডের তুলনায় অনেকখানি বড়।ফলে যা অর্থ আসে তা উন্নয়নের জন্য পর্যাপ্ত নয়। যতটুকু পেরেছি করেছি। আগামী দিনে বাকী কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে।

About Post Author