Home » ৪ নির্দল সমর্থক গ্রেপ্তার, থানার সামনে বিক্ষোভ

৪ নির্দল সমর্থক গ্রেপ্তার, থানার সামনে বিক্ষোভ

সময় কলকাতা ডেস্ক: ভোটের দিন বনগাঁ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের একটি বুথে হিংসার ছবি উঠে আসে। ভোট লুট সহ একাধিক অভিযোগ উঠে আসে। গতকাল রাতে সেই অভিযোগে ৪ নির্দল কর্মীকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ৷ বৃহস্পতিবার রাতে তাদের পূর্বপাড়া এলাকার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে বনগাঁ থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে পূর্বপাড়া এলাকার বাসিন্দারা। তাদের বক্তব্য, “রাজনৈতিক প্রতিহিংসার জন্য এটা করা হচ্ছে। ভোটের দিন ভোট লুট করতে আসে বহিরাগত দুষ্কৃতীরা। তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় নির্দল সমর্থকরা।”

আটক যুবকদের নিঃশর্তে মুক্তির দাবি জানান বিক্ষোভকারীরা৷ প্রসঙ্গত বনগাঁ ১৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী চিরঞ্জিত বিশ্বাস।

About Post Author