সময় কলকাতা ডেস্ক, ১১ মে : দীর্ঘ সময় ধরে ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মৃত্যু সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার গাজায় চার ইজরায়েলি সেনা নিহত হয়েছে। আইডিএফ (ইজরায়েল ডিফেন্স ফোর্স ) এমনটাই জানিয়েছে। হামাসের এক বিস্ফোরণে এই চার সৈন্যর মৃত্যু হয়েছে বলে আইডিএফ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।
আইডিএফ সূত্রের খবর, সেনারা একটি স্কুল কমপ্লেক্সে অভিযান চালাচ্ছিল যেখানে সেনাবাহিনী হামাসের গতিবিধির টের পেয়েছিল।ওই স্কুলের এলাকায় অস্ত্রশস্ত্র এবং অন্তত একটি সুড়ঙ্গ আবিষ্কৃত হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেনাদের গাজার জেইতুন এলাকায় আসতে হয়েছে কারণ হামাস সেনাবাহিনীর আক্রমণ করা এলাকাগুলিতে নতুন করে নিজেদের সংগঠিত করেছে। এবারের চার ইজরায়েলি সেনা নিহত হওয়ায় গাজায় আইডিএফ-এর স্থল অভিযানে এবং সীমান্তে অভিযানের মধ্যে নিহত সেনার সংখ্যা বেড়ে ২৭১ছুঁয়ে ফেলল ।।
More Stories
এবার সেনাবাহিনীর কনভয়ে হামলা! হামলা চালালো বালোচ বিদ্রোহীরা, ৯০ জন পাকসেনার মৃত্যু!
অবশেষে পৃথিবীতে ফিরবেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর
বিন্নাগুরি, মালদহের নারায়ণপুর, নদীয়ার করিমপুরের পর এবার নাগরাকাটা সীমান্ত রক্ষী বাহিনীকে জমি দিল রাজ্য সরকার! কতটা গুরুত্বপূর্ণ এই জমি প্রদান