Home » T20 World Cup : সুপার আটের প্রথম ম্যাচে নামার আগে ‘বিরাট’ চিন্তায় ভারতীয় শিবির? দলে পরিবর্তনের ইঙ্গিত

T20 World Cup : সুপার আটের প্রথম ম্যাচে নামার আগে ‘বিরাট’ চিন্তায় ভারতীয় শিবির? দলে পরিবর্তনের ইঙ্গিত

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ জুনঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক রান এসেছে তাঁর ব্যাট থেকে। সুপার আটের প্রথম ম্যাচে নামার আগে সেই বিরাট কোহলিকে নিয়েই চিন্তায় ভারতীয় শিবির। বৃহস্পতিবার বার্বাডোজের কেনসিংটন ওভালে ভারত মুখোমুখি হবে আফগানিস্তানের। তার আগের দিন অনুশীলনে বিরাটের ব্যাটিং রীতিমত আশঙ্কা জাগিয়েছে সমর্থকদের মনে। কারণ বাঁ-হাতি পেসারের বিরুদ্ধে তাঁর সাবলীল ব্যাটিং উধাও।

আরও পড়ুনঃ UEFA Euro 2024 : দর্শনীয় গোল করে রোনাল্ডোর রেকর্ড ভাঙলেন ‘ইউরোপের মেসি’, জর্জিয়ার বিরুদ্ধে জিতল তুরস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তান ছাড়া আর কোনও শক্তিশালী দলের বিরুদ্ধে খেলেনি ভারত। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর অবদান মাত্র চার রান। ক্রিকেটে নবাগত আমেরিকা, আয়ারল্যান্ডের বিরুদ্ধেও বিরাটের ব্যাট কথা বলেনি। দুটি দলের বিরুদ্ধে যথাক্রমে ০ ও ১ রানে ফিরতে হয় তাঁকে। সব মিলিয়ে আপাতত তিন ম্যাচে ৫ রান করেছেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। যা ভারতীয় দলের উদ্বেগ বাডি়য়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে দলের তারকা ব্যাটারের বাঁ-হাতি পেসারের বিরুদ্ধে স্বচ্ছন্দে না থাকা। রশিদ খানদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে খলিল আহমেদ ও কুলদীপ যাদবের বলে নেটে অনুশীলন করছিলেন বিরাট। তখন দেখা যায় কুলদীপের বলে তিনি ব্যাটের মাঝখান দিয়ে খেলছেন। কিন্তু তাঁকে বেশ ভাল রকম বেগ দিচ্ছিলেন খলিল আহমেদ। তাঁকে পুল-হুক শট মারতে সমস্যা হচ্ছিল বিরাটের। 

আরও পড়ুনঃ UEFA Euro 2024 : সুযোগের পর সুযোগ নষ্ট, সংযুক্তি সময়ের গোলে জয় পর্তুগালের

সুপার আটে ভারতের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ। তিন দেশের কাছে ভাল মানের বাঁ-হাতি পেসার রয়েছে। অস্ট্রেলিয়ার স্টার্ক, বাংলাদেশের মুস্তাফিজুর ও আফগানিস্তানের ফজল-হক-ফারুকীদের সামলাতে হবে। রোহিতের সঙ্গে ওপেন করায় পাওয়ার প্লে-তে বড় রান করতে ভারতকে কোহলির ব্যাটে ভরসা করতে হবে। সেই জায়গায় যদি বাঁ-হাতি পেসার তাঁকে সমস্যায় ফেলেন তা ভারতের পক্ষে সুখবর হবে না। তবে বিরাট কোহলি বড় মাপের ক্রিকেটার। বড় মঞ্চে তিনি আগেও নিজের জাত চিনিয়েছেন। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি খেলবেনই সেই নিশ্চয়তা নেই। তাই অবশ্যই বিরাট চাইবেন নিজের সেরাটা উজার করে দিতে। কতটা তিনি সফল হন সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ Optical Illusion: সিংহভাগ পাঠক এই ধাঁধার সমাধান করতে পারেননি, আপনি পারবেন ৩০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে ?

সুপার আটে ভারতীয় দলে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দলের সঙ্গে থাকলেও গ্রুপ পর্বের ম্যাচে সুযোগ পাননি কুলদীপ সিং। রোহিত চাইছেন তাঁকে দলে রাখতে। সেক্ষেত্রে কে বাদ পড়বেন তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন রয়েছে। জানা গিয়েছে, দলের কোনও অলবরাউন্ডারকে তিনি বাদ দিতে চান না। সেক্ষেত্রে দরকারে দুই পেসার খেলাতে চাইছেন রোহিত।

About Post Author