স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ জুনঃ জয় দিয়ে ইউরো শুরু করল তুরস্ক । মঙ্গলবার এফ গ্রুপের খেলায় জর্জিয়াকে হারিয়েছে তারা। ভিনসেঞ্জো মন্টেল্লার দলের পক্ষে খেলার ফল ৩-১। তুরস্কের হয়ে গোল তিনটি করেন মার্ট মুলডুর, আর্দা গুলের ও করিম আকতুরকোগলু। জর্জিয়ার হয়ে একটি গোল শোধ করেন জর্জেস মিকাউচাজে।
তুরস্কের ম্যাচের মূল আকর্ষণ ছিল যার দিকে, তিনি আর্দা গুলের। গত মরশুমের শুরুতে এই ফুটবলারটিকে অনেক ঢাক ঢোল পিটিয়ে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। তাঁর বাঁ-পায়ের ফুটবল স্কিলে মুগ্ধ অনেকে। অনেকে লিওনেল মেসির সঙ্গেও তাঁর তুলনা করছেন। তুরস্কের ম্যাচে যে তিনি সকলের নজরে থাকবেন এ কথা তো বলাই বাহুল্য। সমর্থকদের নিরাশ করলেন না গুলেরও। গোটা ম্যাচে তাঁর ফুটবল দৃষ্টি আকর্ষণ করেছে সকলের। মার্ট মুলডুররের গোলে ২৫ মিনিটে এগিয়ে গিয়েছিল তুরস্ক । ২৮ মিনিটের মাথায় গুলেরের পাস থেকে আরও একটি গোল হয়েছিল। কিন্তু সেই গোল অফসাইডে বাতিল হয়ে যায়। ৩২ মিনিটে খেলায় সমতা ফেরান জর্জেস মিকাউচাজে। বিরতির সময় খেলার ফল ছিল ১-১।
আরও পড়ুনঃ UEFA Euro 2024 : সুযোগের পর সুযোগ নষ্ট, সংযুক্তি সময়ের গোলে জয় পর্তুগালের
দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে গুলেরের বাঁ পায়ের জাদুর সাক্ষী থাকল ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে উপস্থিত দর্শকরা। বক্সের বাইরে বল পেয়ে নিখুঁত শট নেন রিয়াল মাদ্রিদ তারকা। বল জড়িয়ে যায় জালে। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসাবে গোল করে নজির গড়লেন গুলের। ১৯ বছর ১১৪ দিনে দেশের হয়ে ইউরোতে গোল পেলেন তিনি। ভাঙলেন রোনাল্ডোর ২০০৪ সালের রেকর্ড। ১৯ বছর ১২৮ দিনে পর্তুগালের হয়ে গোল করেছিলেন রোনাল্ডো। তারপর কোনও ভাবেই সমতা ফেরাতে পারছিল না জর্জিয়া। শেষের দিকে সেই গোলের আশায় তাদের গোলরক্ষক প্রতিপক্ষ বক্সে উঠে যান। তারই সুযোগ নিয়ে সংযুক্তি সময়ের শেষ মিনিটে তুরস্কের হয়ে তৃতীয় গোল করেন করিম আকতুরকোগলু।
More Stories
বোর্ডের নতুন ফতোয়া নিয়ে ক্ষোভ প্রকাশ বিরাটের!
হঠাৎ কি এমন হলো বেতন কমছে বিরাট-রোহিত-জাডেজার?
চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারের ধাক্কা, ODI ক্রিকেট থেকেই সরে দাঁড়ালেন স্টিভ স্মিথ!