Home » Mohammedan Sporting in CFL : ড্রয়ের পর হার, কলকাতা লিগের শুরুতেই চাপে গতবারের চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং

Mohammedan Sporting in CFL : ড্রয়ের পর হার, কলকাতা লিগের শুরুতেই চাপে গতবারের চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ জুলাইঃ গত ম্যাচে খিদিরপুরের বিরুদ্ধে ড্র করে মাঠ ছাড়তে হয়েছিল। আর শুক্রবার চলতি কলকাতা লিগে প্রথম হারের স্বাদ পেল মহামেডান স্পোর্টিং। ঘরের মাঠে কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে ১-২ গোলে হেরে গেল সাদা-কালো ব্রিগেড।

গ্রুপ এ-তে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিল গত বারের লিগ চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং। ঘরের মাঠে প্রিয় দলের খেলা দেখতে হাজির হয়েছিল অনেক সমর্থকও। কিন্তু দিনের শেষে তাদের মাঠ ছাড়তে হল নিরাশ হয়েই। এদিন শুরু থেকে বলের দখল নিজেদের কাছে রেখে কালীঘাট রক্ষণে চাপ বাড়াচ্ছিলেন মহামেডান ফুটবলারেরা। একটা সময়ে দলের প্রায় সব ফুটবলারকে নিজেদের অর্ধে নামিয়ে সেই চাপ সামাল দেয় কালীঘাট। ১৫ মিনিট পর পাল্টা আক্রমণে চাপ বাড়ায় তারা। ১৮ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যায় সফরকারী দল। মহামেডান রক্ষণের ভুলে বক্সের ডান দিকে বল পেয়ে যান আসাদ-উল-হক। তার বাড়ানো পাস থেকে গোল করে দলকে এগিয়ে দিতে পারেননি সাকিবুল আলি। পরের মিনিটেই সঞ্জয় মাণ্ডির হেড অল্পের জন্য নিশানাচ্যুত হয়। পরপর বিপজ্জনক জায়গায় অনেকগুলি ফ্রি-কিক আদায় করে নেয় কালীঘাট। কিন্তু কাজে লাগাতে পারেনি। ৩০ মিনিট পর ফের খেলায় ফেরে মহামেডান। ৩৫ মিনিটে বক্সের মধ্যে পড়ে যান যোশেফ। দলের ফুটবলারেরা পেনাল্টির আবেদন করলেও কর্ণপাত করেননি রেফারি। দুমিনিট পরেই অবশ্য এগিয়ে যায় কালীঘাট। প্রতি আক্রমণ থেকে গোলটি হয়। মহামেডান ফুটবলারদের কাটিয়ে পাস বাড়ান তুষার বিশ্বকর্মা। সেই বল ধরে ঠান্ডা মাথায় জালে জড়ান দরজি তামাং। সেই গোলের রেশ কাটিয়ে ওঠার আগে ফের গোল হজম করতে হয় মহামেডানকে। নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোলটিও করেন তামাং। প্রথমার্ধের শেষে তাঁর জোড়া গোলে পিছিয়ে ছিল গতবারের চ্যাম্পিয়নরা।

আরও পড়ুনঃ UEFA Euro Cup 2024 : কোয়ার্টার ফাইনালে বদলা চায় জার্মানি , পাল্টা দিতে প্রস্তুত স্পেনের যুবশক্তি

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের ব্যবধান কমানোর চেষ্টা করে মহামেডান। দুই প্রান্ত ধরে আক্রমণে উঠছিলেন তাদের ফুটবলারেরা। কিন্তু দুই গোলে এগিয়ে থাকায় রক্ষণ জমাট করে ফেলে কালীঘাট। ৮৪ মিনিটের মাথায় একটি গোল শোধ করে সাদা-কালো ব্রিগেড। তন্ময়ের ফ্রিকিক থেকে বল বিপদমুক্ত করতে পারেনি কালীঘাটের রক্ষণভাগের ফুটবলারেরা। সেই সুযোগে গোল করেন ইসরাফিল। ম্যাচে সমতায় ফেরানোর জন্য পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপায় মহামেডান কিন্তু আর গোলের দেখা পায়নি । একটি করে জয়, ড্র ও হার দিয়ে কলকাতা লিগের চাপে কিছুটা চাপে পড়ে গেল মহামেডান।

About Post Author