স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ জুলাইঃ মাঝে আর কয়েকটা ঘন্টা। তারপর শুরু হতে চলেছে ইউরো কাপে কোয়ার্টার ফাইনালের লড়াই। ভারতীয় সময় শুক্রবার প্রথম ম্যাচে মুখোমুখি জার্মানি বনাম স্পেন। আর রাত বারোটার কাঁটা পেরোলেই, শনিবারের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স বনাম পর্তুগাল। ইউরোপের এই চার হেভিওয়েট ফুটবল দলের লড়াই দেখার জন্য রাত জাগার প্রস্তুতি শুরু করে দিয়েছে ফুটবল অনুরাগীরা।
ডি গ্রুপের দ্বিতীয় দল হিসাবে নকআউটে পৌঁছেছে ফ্রান্স। গতবারের বিশ্বকাপের ফাইনালিস্টরা গ্রুপ পর্বে অপরাজিত থাকলেও একটির বেশি ম্যাচে জিততে পারেনি। নকআউটের শেষ ম্যাচে বেলজিয়ামকেও কোনওমতে ১-০ গোলে হারিয়েছে ফরাসিরা। আর পর্তুগাল এফ গ্রুপের শীর্ষে থেকে সুপার সিক্সটিনে জায়গা পাকা করেছে। গ্রুপের বাকি দুটি ম্যাচে জিতলেও জর্জিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে হারতে হয়েছিল রোনাল্ডাদের। নকআউটের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছেন তাঁরাও। স্লোভেনিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে এসেছে সেই জয়। এবার প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি এই দুই হেভিওয়েট দল।
আরও পড়ুনঃ UEFA Euro Cup 2024 : কোয়ার্টার ফাইনালে বদলা চায় জার্মানি , পাল্টা দিতে প্রস্তুত স্পেনের যুবশক্তি
ধারে ভারে প্রায় একে অন্যকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে রোনাল্ডো-এমবাপ্পেরা। এই মুহূর্তে যেই দেশ একসঙ্গে প্রায় সম মানের দুই তিনটি ফুটবল দল তৈরি করার ক্ষমতা রাখে তার নাম ফ্রান্স। যদিও এই প্রতিযোগিতায় সেই ফরাসি আগ্রাসন দেখা যায়নি। প্রথম ম্যাচে নাকের হাড় ভাঙেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে, মাঝের একটি ম্যাচে খেলতে পারেননি। দলে ফিরে এলেও সেই ছন্দে দেখা যাচ্ছেনা। কোয়ার্টার ফাইনালে নামার আগে এই নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। কথায় কথায় ওঠে জাতীয় দলে তার প্রাক্তন সতীর্থ পল পোগবার কথা। কেএম টেন জানিয়েছেন, “পোগবা থাকলে চিন্তা করতে হয় না। মাথা নিচু করে দৌড়ে জায়গা নিয়ে নিতাম। জানতাম বল সঠিক ঠিকানায় চলে আসবে। কিন্তু ও না থাকায় এখন অনেকটা পিছনে নেমে খেলতে হয় আমাকে।” পর্তুগালকে হারাতে হলে দলের তারকাকে বলের জোগান দিতে হবে। সেই কাজটা করতে হবে আদ্রিয়েন রাবিও, আন্তনিও গ্রিজম্যানদের। দুই প্রান্ত ধরে পেপেদের চাপে রাখতে হবে আউসমানে ডেম্বলে, কোলো মুয়ানিদের। আর রোনাল্ডো, ব্রুনোদের রুখে দিতে বিশেষ ভূমিকা গ্রহণ করতে হবে অভিজ্ঞ এনগোলো কান্তেদের।
ধারে ভারে মোটেই পিছিয়ে নেই পর্তুগালও। সব থেকে বড় কথা সেই দলে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বয়স থাবা বসালেও এখনও যে কোনও সময় ফারাক গড়ে দেওয়ার ক্ষমতা রাখেন সিআরসেভেন। স্লোভেনিয়ার বিরুদ্ধে পেনাল্টি মিস করায় প্রতিযোগিতা থেকে প্রায় ছিটকে গিয়েছিল তাঁর দল। এই ম্যাচ প্রত্যাবর্তনের ম্যাচ হতে চলেছে রোনাল্ডোর। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল একটা সময় রোনাল্ডোকে নিজের ফুটবল হয়ে ওঠার আদর্শ মনে করতেন এমবাপ্পে। তাঁর দেওয়ালে রোনাল্ডোর পোস্টার লাগানো থাকত সেই ছবিও দেখা গিয়েছে। রোনাল্ডোর পথ অনুসরণ করেই এই মরশুমে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এমবাপ্পে। ফলে রিয়াল মাদ্রিদের প্রাক্তন ও ভবিষ্যতের লড়াই দেখার জন্য অপেক্ষায় প্রহর গুনছে তাদের ভক্তরা এই নিয়ে সন্দেহ নেই।
More Stories
২০৩৬ এর অলিম্পিক অনুষ্ঠিত হতে পারে ভারতে!
কাকলি ঘোষ দস্তিদারের উদ্যোগে দিবারাত্র নকআউট ফুটবল টুর্নামেন্ট
সন্তোষ জয়ী ফুটবলারদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মমতা