সময় কলকাতা ডেস্ক, ৭ জুলাইঃ ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ২৩ জুলাই সংসদে পড়া হবে বাজেট। তার এক দিন আগে শুরু হবে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট অধিবেশন। শনিবার ঘোষণা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। শনিবার এক্স হ্যান্ডেলে রিজিজু জানান, অষ্টাদশ লোকসভার প্রথম বাজেট অধিবেশন শুরু হবে আগামী ২২ জুলাই।ওইদিনই দুই কক্ষের অধিবেশন বসবে। চলবে ১২ আগস্ট পর্যন্ত। কেন্দ্রীয় সরকারের বাজেট অধিবেশন ডাকার সুপারিশে ছাড়পত্র দিয়েছেন রাষ্ট্রপতি। ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট ২৩ জুলাই পেশ করা হবে সংসদে।এবার গোটা বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন তিনি। এর আগে মোদি সরকারের দুই দফায় সংখ্যাগরিষ্ঠতা ছিল বিজেপির। এ বার তা নেই। সেই কারণে, মনে করা হচ্ছে এই বাজেটের উপর বিশেষ নজর থাকবে সকলের।
আরও পড়ুন স্বস্তির বৃষ্টি নিয়ে বড় আপডেট! রবি থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
এই নিয়ে টানা সাতবার বাজেট পেশ করবেন নির্মলা। প্রথম অর্থমন্ত্রী হিসাবে এই বিরল কীর্তি গড়তে চলেছেন তিনি। এর আগে মোরারজি দেশাই টানা ৬বার বাজেট পেশ করেছিলেন। নরেন্দ্র মোদি তৃতীয় বার ক্ষমতায় আসার পর এই প্রথম বার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন নির্মলা। আগামী বাজেটে সরকার নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যক্তিগত আয়কর হার কমানোর কথা বিবেচনা করছে বলেই সূত্রের খবর। এবার ভোগব্যয় বাড়াতে নিম্ন আয়ের ব্যক্তিদের জন্য আয়কর কমানোর পথে হাঁটতে পারে কেন্দ্র। সূত্রের খবর, অর্থমন্ত্রকের কর্তারা ভোক্তাদের ক্রয়ক্ষমতা বৃদ্ধির জন্য কর কমানোর প্রস্তাব নিয়ে আলোচনা করছেন। ৫ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা বার্ষিক আয়ের শ্রেণি, যারা ৫-২০ শতাংশ আয়কর দিয়ে থাকেন, এই প্রস্তাব বাস্তবায়িত হলে তাঁরা উপকৃত হবেন। আয়করের একটি নতুন স্ল্যাবও বিবেচনা করতে পারে সরকার।
ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ‘ এই সরকারের আমলে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ নেওয়া হবে।সরকারের সুদূরপ্রসারী নীতি এবং দূরদর্শিতা প্রকাশ পাবে এই বাজেটে। গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং সামাজিক সিদ্ধান্তের পাশাপাশি ঐতিহাসিক পদক্ষেপও দেখা যাবে এই বাজেটে।’
#Latestbengalinews
#Budget2024-25
#FinanceministerNirmalasitharaman
More Stories
বায়ু দূষণে গোটা পৃথিবীতে ভারত বর্ষ পঞ্চম স্থানে, ক্রমশ বাড়ছে উদ্বেগ
সুপ্রিম কোর্টের বিচারপতি পদে সোমেই শপথ জয়মাল্য বাগচির, সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা দাঁড়াল ৩৩
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন এআর রহমান, বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন অস্কারজয়ী শিল্পী