সময় কলকাতা ডেস্ক, ৭ জুলাইঃ দফায় দফায় সেনা-জঙ্গি সংঘর্ষে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত উপত্যকা। জম্মু-কাশ্মীরের কুলগামে জোড়া এনকাউন্টারে নিকেশ ৫ জঙ্গি। প্রাণ হারিয়েছেন ২ জন জওয়ানও। এদিকে, জঙ্গি নিকেশ অভিযানের মাঝেই রাজৌরি জেলায় সেনা ক্যাম্পের কাছেও কাছেও হামলা চালায় জঙ্গিরা। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজৌরি জেলার মাঞ্জাকোটে সেনা ক্যাম্পের কাছে গুলি চালানোর খবর পাওয়া গিয়েছে। জঙ্গিরা মাঞ্জাকোটের ওই সেনা ক্যাম্পে রাতের অন্ধকারে হামলা চালানোর পরিকল্পনা করেছিল বলেই প্রাথমিক অনুমান সেনা আধিকারিকদের। সেনার সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে আহত হয় এক জওয়ান।
আরও পড়ুন ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা, ঘোষণা হল দিনক্ষণ
শনিবার সকাল থেকেই জম্মু-কাশ্মীরে শুরু হয়েছে জঙ্গি দমন অভিযান। খবর পাওয়া মাত্রই কুলগাম জেলায় বিভিন্ন জায়গায় সকাল থেকেই অভিযান চালায় সেনা ও পুলিশ বাহিনী। এরপর জম্মু-কাশ্মীরের মোদেরগাম গ্রামে সিআরপিএফ, সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ পৌঁছতেই তাদের উপর জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। রাতভর জঙ্গি নিকেশ অভিযান চলতে থাকে। জঙ্গিরা যে বাড়িতে জঙ্গি লুকিয়েছিল, তা ইতিমধ্যে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। সকালে ভিতর থেকে উদ্ধার করা হয়েছে এক জঙ্গির দেহ। দু’পক্ষের লড়াইয়ে প্রাণ হারিয়েছেন একজন প্যারা ট্রুপার। অন্যদিকে, কুলগামের ফ্রিসাল এলাকাতেও গুলির সংঘর্ষে ৪ জন জঙ্গির মৃত্যু হয়েছে। শহিদ হয়েছেন এক জওয়ান। আহত হন আরও এক সেনা। ওই এলাকায় আরও দুই জঙ্গি লুকিয়ে রয়েছে বলে অনুমান সেনা দলের। তাঁদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।
অন্যদিকে, কুলগামের ফ্রিসাল এলাকাতেও জঙ্গিদের সঙ্গে গুলির সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষে ৪ জঙ্গিকে নিকেশ করা হয়। প্রাণ হারান এক জওয়ান। আহত হন আরও এক সেনা। সন্দেহ করা হচ্ছে, ওই এলাকায় আরও দুই জঙ্গি লুকিয়ে রয়েছে। তাদের খোঁজে এখনও অবধি জারি তল্লাশি অভিযান।
#Latestbengalinews
#Jammuand KashmirEncounter
# RajouriArmyCamp
# 5 TerroristKilledInJammuKashmir’sKulgam
More Stories
রক্তক্ষরণ অব্যাহত, সব রেকর্ড ভেঙে ডলারের তুলনায় রুপির দর ৮৬.৩৯!
সিবিআইয়ের ৩ অফিসার হঠাৎ ফ্রান্স-সিঙ্গাপুরে কেন?
দিল্লির আমন্ত্রণে রাজ্য থেকে সাধারণতন্ত্র দিবসে ‘আদিবাসী অতিথি’ পাঠাচ্ছে বাংলা