Home » সস্তা হচ্ছে সোনা-রুপো, দাম কমছে মোবাইল ফোনের, এক নজরে দেখে নিন বাজেটে কীসের দাম কমল, বাড়ল

সস্তা হচ্ছে সোনা-রুপো, দাম কমছে মোবাইল ফোনের, এক নজরে দেখে নিন বাজেটে কীসের দাম কমল, বাড়ল

সময় কলকাতা ডেস্ক, ২৩ জুলাইঃ নরেন্দ্র মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মঙ্গলবার নতুন সরকারের পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সপ্তমবার সংসদে বাজেট পেশ করলেন তিনি। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী মোরারজি দেশাই টানা ছ’বার বাজেট পেশ করেছিলেন। সেই রেকর্ড এবার ভাঙল নির্মলা। এদিন একাধিক জিনিসের উপর কর ছাড়ের কথা ঘোষণা করেছেন তিনি। সেই সঙ্গে কর বাড়িয়ে দেওয়া হয়েছে কিছু জিনিসের উপর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের প্রস্তাবিত বাজেটে কীসের দাম বাড়ল, আর কীসের দাম কমল, এক নজরে দেখে নিন সেই তালিকা-

আরও পড়ুন   আয়কর পরিকাঠামোয় বড় বদল ! আয়করে ৭৫ হাজার টাকা পর্যন্ত ছাড় ঘোষণা, কী কী বড় ঘোষণা বাজেটে?

• মোবাইল ফোন, মোবাইল চার্জার-সহ মোবাইলের অ্যাসেসোরির উপর ১৬ শতাংশ বহিঃশুল্ক ছাড়ের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। ফলে আগের চেয়ে সস্তায় মিলবে মোবাইল এবং সেই সংক্রান্ত জিনিসপত্র।
• ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত একাধিক ওষুধের দাম কমতে চলেছে। ক্যানসার চিকিৎসার অত্যাবশ্যকীয় তিনটি ওষুধের উপর বহিঃশুল্ক তুলে দেওয়া হচ্ছে।
• সোনা-রুপোর উপর ৬ শতাংশ করে অন্তঃশুল্ক কমছে। প্ল্যাটিনামের উপর অন্তঃশুল্ক কমছে ৬.৫ শতাংশ। ফলে সাধারণ মানুষ আরও বেশি করে সোনা বা রুপোর গয়না কিনতে শুরু করবেন। এর ফলে মূল্যবান ধাতু পাচারের চক্রও অনেকটা শিথিল হবে বলেও দাবি অর্থমন্ত্রীর।

• দাম কমছে সৌর প্যানেল নির্মাণে ব্যবহৃত মূল সামগ্রীর।
• নিকেল এবং তামার উপর থেকে সাধারণ কর তুলে নেওয়ায় ধাতুর দামও অনেকটা কমতে চলেছে। এ ছাড়াও ২৫টি গুরুত্বপূর্ণ ধাতুর উপর থেকে কর পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে।
• সামুদ্রিক মাছ এবং অন্যান্য সামুদ্রিক খাবারের উপর থেকে কর পাঁচ শতাংশ কমানো হচ্ছে।

• ই-কমার্সের ক্ষেত্রে টিডিএস রেট ১ শতাংশ থেকে কমিয়ে ০.১ শতাংশ করা হয়েছে।
দাম কমছে ক্যামেরার লেন্সের।

অন্যদিকে, দাম বাড়ল-
• নির্দিষ্ট কিছু টেলিকম সামগ্রীর উপর কর ১৫ শতাংশ হবে। টেলি যোগাযোগের সরঞ্জামের উপর এত দিন ১০ শতাংশ কর নেওয়া হত।
• জৈব ক্ষতিসাধন প্লাস্টিকের ক্ষেত্রে অ্যামোনিয়াম নাইট্রেটের অন্তঃশুল্ক বৃদ্ধি পেয়ে ১০ থেকে ১৫ শতাংশ করার প্রস্তাব রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 

• ১২ মাসের বেশি শেয়ার ধরে রাখলে ২.৫ শতাংশ বেশি কর দিতে হবে।

#Budget 2024- Costlier -Cheaper

#Latestbengalinews

#BudgetSession2024Parliament

 

About Post Author