Home » Kangana Ranaut : মুম্বইয়ের বিলাসবহুল বাংলো বিক্রি করছেন কঙ্গনা, কিনবেন ভাবছেন, দাম কত জানেন?

Kangana Ranaut : মুম্বইয়ের বিলাসবহুল বাংলো বিক্রি করছেন কঙ্গনা, কিনবেন ভাবছেন, দাম কত জানেন?

বিনোদন ডেস্ক, সময় কলকাতা, ৫ অগষ্টঃ তিনি বরাবরই বিতর্কের মধ্যে থাকতে পছন্দ করেন। কঙ্গনা রানাউত একদিকে যেমন রাজনীতির ময়দানে শিরোনামে, তেমনই সিনেদুনিয়াতেও শিরোনামে। কখনও বিরোধী দলগুলির মন্তব্যে কটাক্ষ করছেন কখনও আবার রাহুল গান্ধিকেও তিনি নানারকমের সওয়াল করছেন। রাজনীতি করতে তিনি খুব ভালোবাসেন। তিনি একদিন বলেছিলেন, রাজনীতির জন্য তিনি বিনোদন দুনিয়াকেও টাটা বলতে রাজি।

বেশ কিছুদিন ধরে লাইট, ক্যামেরা, অ্যাকশনের মধ্যে নেই কঙ্গনা।  শোনা যায়, কিছুটা ভয়েই তিনি তাঁর EMERGENCY ছবির মুক্তি আটকে রেখেছেন। এমারজেন্সি ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজও করেন তিনবারের জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী। এই ছবিতে তাঁকে দেখা যাবে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে। EMERGENCY- ছবির জন্য বিদেশ থেকে প্রস্থেটিক মেকআপ আর্টিস্টও নিয়ে আসেন অভিনেত্রী। ছবি মুক্তির তারিখ বদলানোর পর আপাতত ‘স্পিকটি নট’ নায়িকা। তবে আপাতত নিজের রাজনৈতিক কেরিয়ারে ব্যস্ত অভিনেত্রী। বলিউড সূত্রে খবর, মুম্বইতে বান্দ্রা পালি হিলসের বাংলোটি বিক্রি করে দিতে বলেছেন কঙ্গনা। অভিনেত্রীর বাংলোর সামনের বেশ কিছুটা অংশ অবৈধ নির্মাণের অভিযোগ তুলে ভেঙে দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ Katrina Kaif : ক্যাটরিনা অন্তঃসত্ত্বা? বিমান বন্দরে ওড়না দিয়ে পেট ঢাকলেন অভিনেত্রী

‘কোড এস্টেট’ নামক এক ইউটিউব চ্যানেলে সম্প্রতি তাঁর  বিলাসবহুল সম্পত্তিটি ঘুরিয়ে দেখান হয়। জানা যায়, বাংলোটি ৪০ কোটি টাকায় বিক্রি করা হবে। শবনম গুপ্তের ডিজাইন করা বাংলোটিতে রয়েছে কাঠের সিঁড়ি। বাংলোটিতেই ছিল কঙ্গনা রানাওয়াতের প্রযোজনা সংস্থা মণিকর্ণিকা ফিল্মসের অফিসও। খোলামেলা কাজের জায়গা, একটি এডিটিং স্টুডিয়ো, একটি মিটিং হল, এবং কনফারেন্স রুম রয়েছে। রয়েছে একটি ঝরনা, পোশাক বদলানোর জায়গা ও বাথরুম । তবে বাংলোতে রয়েছে ভারতীয় ছাপ। ৩০৪২ স্কোয়ার ফুটের দো’তলার বাংলোর দাম উঠেছে ৪০ কোটি টাকা। সম্পত্তি দেখে একপ্রকার বলা যায়, ওই বাংলোর সঙ্গে জমিও পাওয়া যাবে। প্লটের মাপ ২৮৫ বর্গমিটার, যার মধ্যে কনস্ট্রাকশন রয়েছে ৩০৪২ বর্গফুট জায়গা জুড়ে। এছাড়া আছে ৫০০ বর্গফুট জায়গা জুড়ে পার্কিং এরিয়া। বর্তমানে অভিনেত্রী বেশির ভাগ সময় কাটান হিমাচল প্রদেশ ও দিল্লিতে। ২০২৪ সালের লোকসভা ভোটে মান্ডি থেকে জেতেন। সাংসদ হিসেবে নিজের প্রথম বক্তব্যও পেশ করেছিলেন তিনি। সেই প্রেক্ষিতেই এবার প্রশ্ন উঠছে, তাহলে কি কঙ্গনা এবার পাকাপাকিভাবে মুম্বইকে ‘বিদায়’ জানাতে চলেছেন? যদিও সাংসদ-অভিনেত্রী এপ্রসঙ্গে এখনও কোনওরকম মন্তব্য করেননি।

About Post Author