সময় কলকাতা ডেস্ক, ১৮ অগস্ট: আরজি কর কাণ্ডে সুপ্রিম পদক্ষেপ। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল দেশের সর্বোচ্চ আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে এই মামলার শুনানি হবে আগামী মঙ্গলবার বা ২০ অগস্ট। দেশের প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে হবে এই মামলার শুনানি।
আরও পড়ুন: Sukhendu Sekhar Roy: দলের বিরুদ্ধে অবস্থানের জের? সুখেন্দু শেখরকে লালবাজারে তলব পুলিশের
আরও পড়ুন: প্রাক্তন অধ্যক্ষের পাশাপাশি নগরপালের গ্রেফতারের দাবি : আরজিকর কাণ্ড ঘিরে শুখেন্দুশেখর -কুণাল সংঘাত
প্রসঙ্গত চলতি মাসের ৯ তারিখ কলকাতার ঐতিহ্যবাহী আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার হল থেকে এক তরুনীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পরে জানা যায় ওই তরুণী একজন শিক্ষানবিশ চিকিৎসক। প্রাথমিকভাবে অনুমান করা হয় ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে। ধর্ষণ ও খুনের মামলা রুজু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে। পরে এই বিক্ষোভে পাঁচ দেশ ও বিদেশেও ছড়িয়ে গিয়েছে। গত ১৪ অগস্ট কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মধ্যরাতে রাজপথ দোষীদের বিচারের দাবিতে রাজপথে নামে নাগরিক সমাজ। সেই মিছিলে সমাজের বিভিন্ন বর্গের মানুষ সামিল হন। হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও মোমবাতি নিয়ে মিছিল হয়। দাবি ওঠে বিচার চাই। বিভিন্ন মহল থেকে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি ওঠে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলার রাজপথ সাক্ষী থাকে নজিরবিহীন প্রতিবাদের।
ইতিমধ্যে ঘটনার তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। তাকেও সিবিআইয়ের হাতে হস্তান্তরিত করে দেওয়া হয়েছে। দোষীদের দ্রুত শাস্তির দাবিতে কলকাতার রাজপথে মিছিল করেন রাজ্যের প্রশাসনিক প্রধান বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আরজিকর কাণ্ডে নয়া পদক্ষেপ গ্রহণ করল সুপ্রিম কোর্ট।
More Stories
পরবর্তী পদক্ষেপ ঠিক করতে নিজেদের মধ্যে আলোচনায় বসেছেন জুনিয়র ডাক্তাররা
আরজিকর-সহ রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা মমতার
জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়