Home » নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ, বুধবার ১২ ঘণ্টার বাংলা বন্‌ধের ডাক বিজেপির

নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ, বুধবার ১২ ঘণ্টার বাংলা বন্‌ধের ডাক বিজেপির

সময় কলকাতা ডেস্ক, ২৭ আগস্ট: আরজিকরের ঘটনার প্রতিবাদে রাজ্য সহ গোটা দেশের বিভিন্ন প্রান্তে মিছিল-আন্দোলন অব্যাহত। এই ইস্যুতে আজ, ২৭ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে একটি অরাজনৈতিক সংগঠন। নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে হাওড়া ব্রিজে। হাওড়া সেতুতেও পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের। ব্যারিকেডের একাংশ ভাঙতেই হাওড়া ব্রিজের শেল ফাটাতে শুরু করে পুলিশ। চলে লাঠিচার্জ। পুলিশের ত্রিমুখী আক্রমণে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইট ও লাঠি ছুড়তে দেখা যায়। এহেন পরিস্থিতিতে পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে বুধবার রাজ্যব্যাপী ১২ ঘণ্টা বন্‌ধের ডাক দিল বিজেপি।

আরও পড়ুন  নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র হাওড়া ব্রিজে, জনতাকে ছত্রভঙ্গ করতে জলকামান ছুড়ছে পুলিশ, সাঁতরাগাছিতে স্তব্ধ ট্রেন চলাচল

মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাংবাদিক বৈঠক করে বাংলা বন্‌‌ধের কথা ঘোষণা করলেন। এদিন তিনি বলেন বুধবার সকাল ছ’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত বাংলায় চলবে ‘সাধারণ ধর্মঘট’।অন্যদিকে এদিন বিধানসভার বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘ বহু জায়গা থেকে অত্যাচারের খবর আসছে। পুলিশ এই অত্যাচার বন্ধ না করলে পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দেব!’

প্রসঙ্গত , মঙ্গলবার নবান্ন অভিযানকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। ব্যারিকেডের একাংশ ভাঙতেই জল কামান ও কাঁদানে গ্যাসের শেল ফাটাতে শুরু করে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন বিক্ষোভকারীরা। জনতার ছোড়া ইটে মাথা ফাটে আইসি চণ্ডীতলার। কলকাতার পুলিশ ট্রেনিং স্কুল-এর কাছেও বিক্ষোভকারীদের আটকাতে জলকামান চালায় পুলিশ। এদিকে, পড়ুয়া-বিক্ষোভকারী খণ্ডযুদ্ধে হাওয়া ময়দানে তুলকালাম। মহাত্মা গান্ধী রোডেও অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে গেলে বাধা দেয় পুলিশ। তারপরেই পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে শুরু করে পুলিশ। এদিকে, নবান্ন অভিযান ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে সাঁতরাগাছিও। সাঁতরাগাছি স্টেশনে স্তব্ধ ট্রেন চলাচল। রেললাইন থেকে পাথর তুলে পুলিশের দিকে ছুড়তে দেখা যায় আন্দোলনকারীদের।

#BanglaBandh 

#NabannaAbhijan

#BJPstatepresidentSukantMajumder 

#Subhendu Adhikari

#Latestbengalinews 

#NabannaRallyforRGKarProtest  

#WBChiefministerMamataBanerjee 

About Post Author