সময় কলকাতা ডেস্ক, ২৮ আগস্ট : নবান্ন অভিযানে পুলিশ সন্ত্রাস চালানোর প্রতিবাদে বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধ ডেকেছে রাজ্য বিজেপি। বুধবার বন্ধ সফল করতে সকাল থেকেই পথে নেমেছে বিজেপি কর্মী সমর্থকেরা। রাজ্যব্যাপী এই বনধে সকাল থেকেই বিভিন্ন জেলায় সাড়া পড়েছে। সকাল থেকেই কলকাতা শহরে একাধিক জায়গায় বনধের সমর্থনে মিছিল করছিলেন বিজেপি নেতা কর্মীরা।
এদিন সকালে শিয়ালদহ কোলে মার্কেটে বনধের সমর্থনে মিছিল করছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি হাত জোর করে এলাকার দোকানদারদের বনধ সমর্থন করার অনুরোধ জানান। ওষুধের দোকান বন্ধ করার অনুরোধ জানান। এরপরই পথে নামে তৃণমূল। ‘ওষুধের দোকান বন্ধ করতে বলা কোন ধরনের রাজনীতি’ বলে বিক্ষোভ থেকে আওয়াজ তোলেন শাসকদলের একাংশ। সবমিলিয়ে চরম বিশৃঙ্খলা ছড়ায় সেখানে।
পরিস্থিতি বেগতিক হতেই পুলিশ রীতিমতো ধাওয়া করে সজল ঘোষকে। এরপর সজল ঘোষকে লেবুতলা পার্কের একটি বাড়ি থেকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বনধের সমর্থনে উস্কানিমূলক মন্তব্য করেছেন বিজেপি নেতা। সেকারণেই তাঁকে আটক করা হয়।
#Banglabandh
#BJP12hourbandh
#12HourStrikeinWestBengal
#Latestbengalinews
#NabannaAbhijan
More Stories
পরবর্তী পদক্ষেপ ঠিক করতে নিজেদের মধ্যে আলোচনায় বসেছেন জুনিয়র ডাক্তাররা
আরজিকর-সহ রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা মমতার
জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়