Home » কোলে মার্কেটে চরম বিক্ষোভের জের, বাড়ি থেকে আটক বিজেপি নেতা সজল ঘোষ

কোলে মার্কেটে চরম বিক্ষোভের জের, বাড়ি থেকে আটক বিজেপি নেতা সজল ঘোষ

সময় কলকাতা ডেস্ক, ২৮ আগস্ট : নবান্ন অভিযানে পুলিশ সন্ত্রাস চালানোর প্রতিবাদে বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধ ডেকেছে রাজ্য বিজেপি। বুধবার বন্‌ধ সফল করতে সকাল থেকেই পথে নেমেছে বিজেপি কর্মী সমর্থকেরা। রাজ্যব্যাপী এই বনধে সকাল থেকেই বিভিন্ন জেলায় সাড়া পড়েছে। সকাল থেকেই কলকাতা শহরে একাধিক জায়গায় বনধের সমর্থনে মিছিল করছিলেন বিজেপি নেতা কর্মীরা।

আরও পড়ুন বন্‌ধের প্রভাব লোকাল ট্রেন পরিষেবায়, দিকে দিকে রেল অবরোধ বিজেপির, ট্রেন অবরোধ ঘিরে বারাসাতে TMC-BJP সংঘর্ষ, ভোগান্তি নিত্যযাত্রীদের

এদিন সকালে শিয়ালদহ কোলে মার্কেটে বনধের সমর্থনে মিছিল করছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি হাত জোর করে এলাকার দোকানদারদের বনধ সমর্থন করার অনুরোধ জানান। ওষুধের দোকান বন্ধ করার অনুরোধ জানান। এরপরই পথে নামে তৃণমূল। ‘ওষুধের দোকান বন্ধ করতে বলা কোন ধরনের রাজনীতি’ বলে বিক্ষোভ থেকে আওয়াজ তোলেন শাসকদলের একাংশ। সবমিলিয়ে চরম বিশৃঙ্খলা ছড়ায় সেখানে।

পরিস্থিতি বেগতিক হতেই পুলিশ রীতিমতো ধাওয়া করে সজল ঘোষকে। এরপর সজল ঘোষকে লেবুতলা পার্কের একটি বাড়ি থেকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বনধের সমর্থনে উস্কানিমূলক মন্তব্য করেছেন বিজেপি নেতা। সেকারণেই তাঁকে আটক করা হয়।

#Banglabandh

#BJP12hourbandh

#12HourStrikeinWestBengal

#Latestbengalinews

#NabannaAbhijan

About Post Author