সময় কলকাতা ডেস্ক, ২৮ আগস্ট : নবান্ন অভিযানে পুলিশ সন্ত্রাস চালানোর প্রতিবাদে বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধ ডেকেছে রাজ্য বিজেপি। বুধবার বন্ধ সফল করতে সকাল থেকেই পথে নেমেছে বিজেপি কর্মী সমর্থকেরা। রাজ্যব্যাপী এই বনধে সকাল থেকেই বিভিন্ন জেলায় সাড়া পড়েছে। বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বন্ধের সবচেয়ে বেশি প্রভাব পড়ল রেল পরিষেবায়। দিকে দিকে রেল অবরোধ করছেন বিজেপি সমর্থকেরা। সকাল থেকেই শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত। বনগাঁ, ব্যারাকপুরে রেল অবরোধ করেন বন্ধ সমর্থনকারীরা। ব্যাপক ভোগান্তিতে নিত্যযাত্রীরা।
আরও পড়ুন বিজেপির ডাকে ১২ ঘণ্টার বাংলা বনধ! বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি ভাটপাড়ায় , গাড়ি ভাঙচুর বারাসাতে
বিজেপির ডাকা বাংলা বনধ সফল করতে বারাসাতে ট্রেন অবরোধ করে রেখেছে বিজেপির কর্মী-সমর্থকরা। বারাসাত স্টেশনে বিবাদ শুরু হয় বিজেপি ওj তৃণমূল কংগ্রেসের। শাসক দলের দাবি কোনওভাবেই ট্রেন পরিষেবা বন্ধ রাখা যাবে না। এদিকে বিজেপি কর্মীরা লোকাল ট্রেনের ইঞ্জিন বেয়ে উঠে পড়েন, যাতে ট্রেন চলতে না পারে। সবমিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি।
বিজেপির ডাকা বাংলা বনধের জেরে ট্রেন চলাচল বন্ধ শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষীকান্তপুর লাইনে। গোচরণ স্টেশনের আপ লাইনে রেলের ওভারহেড তারে কলাপাতা দেওয়ার কারণে আপ ট্রেন চলাচল বন্ধ। দক্ষিণ বারাসাত,গোচরণ, ধপধপি সহ বিভিন্ন স্টেশনে পরপর ট্রেন দাঁড়িয়ে পড়েছে।
সোনারপুরেও রেল লাইনের উপর শুয়ে ট্রেন অবরোধ বিজেপির। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বচসা ধস্তাধস্তিও হয়। ঘটনায় গ্রেফতার কমপক্ষে ১৫ বিজেপি নেতা কর্মী। ঘটনায় ব্যাপক উত্তেজনা।
মুর্শিদাবাদেও ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। প্রথমে জিয়াগঞ্জ স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বন্ধ সমর্থকেরা। ডাউন ভাগীরথী এক্সপ্রেস আটকে দেন তাঁরা। বেশ কিছুক্ষণ মুর্শিদাবাদ স্টেশনে ওই ট্রেন দাঁড়িয়েছিল। পুলিশ আসলে অবরোধকারীদের সঙ্গে হাতাহাতি লেগে যায়। শেষে তাঁদের সরিয়ে দিয়ে ভাগীরথী এক্সপ্রেসকে মুর্শিদাবাদ স্টেশন থেকে রওনা করানো হয়। তবে বহরমপুর স্টেশনে ওই এক্সপ্রেসকে আটকান বন্ধ সমর্থকেরা।
কৃষ্ণনগরেও রেললাইনে নেমে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের। বন্ধ রেল চলাচল।
বনগাঁ স্টেশনেও রেল অবরোধ। এদিন সকালে বনগাঁ উত্তরের বিধায়ক ঘটক কীর্তনীয়া নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা আসে বনগাঁ স্টেশনে। তারা রেল স্টেশনে অবরোধ করে দেয়।
পুরুলিয়া রেল স্টেশনে লাইনের ওপরে বেশ কয়েকজন বিজেপি কর্মী দলের পতাকা নিয়ে দাঁড়িয়ে পড়ে। পুরুলিয়া-আসানসোল মেমু আটকে যায়। ঘটনাস্থলে উপস্থিত রেল পুলিশ।
#Banglabandh
#BJP12hourbandh
#12HourStrikeinWestBengal
#Latestbengalinews
#NabannaAbhijan
More Stories
পরবর্তী পদক্ষেপ ঠিক করতে নিজেদের মধ্যে আলোচনায় বসেছেন জুনিয়র ডাক্তাররা
আরজিকর-সহ রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা মমতার
জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়