স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩০ অগস্টঃ ২৯ আগস্ট বৃহস্পতিবার মোনাকোয় চ্যাম্পিয়ন্স লিগের সূচি ঘোষণা করেছে উয়েফা। লিগের নিয়মে এবার থাকবে বেশ কিছু পরিবর্তন। আগের মরশুমের থেকে চারটি দল বেড়ে এবার মোট দলের সংখ্যা ছত্রিশ। চারটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলিকে। প্রতিটি গ্রুপ থাকবে নয়টি করে দল। কোন নয়টি দল থাকবে এক একটি গ্রুপে, কোন দল কার বিরুদ্ধে খেলবে, কোন ম্যাচ হবে ‘হোম’ আর কোনটা হবে ‘অ্যাওয়ে’ সবই ঠিক করে দিল একটি বিশেষ সফটওয়্যার। র্যাঙ্কিং অনুযায়ী দল সাজানো হলেও সেই তালিকায় দ্বিতীয় স্থানে থেকেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে রিয়েল মাদ্রিদ রয়েছে শীর্ষে।
বৃহস্পতিবারের চ্যাম্পিয়ন্স লিগের সূচি প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে উদ্যোক্তাদের পক্ষে দেওয়া হয় বিশেষ পুরস্কারও। পর্তুগিজ তারকা একটি বোতাম টিপে দিলেই সফটওয়্যার বেছে নেয় কোন দল কার বিরুদ্ধে খেলবে।
আরও পড়ুনঃ US Open: ইউএস ওপেনে বড় অঘটন, দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় আলকারাজের
আরও পড়ুনঃ Real Madrid: লা লিগায় ফের পয়েন্ট নষ্ট রিয়াল মাদ্রিদের উত্তরণের সন্ধানে কোচ আন্সেলোত্তি
এবছর লিগের নতুন নিয়মাবলীঃ
চারটি গ্রুপে ছত্রিশটি দলকে ভাগ করে দিল বিশেষ সফটওয়্যার, প্রতিটিতে রয়েছে নয়টি করে দল।
গ্রুপ পর্বে প্রতিটি দল নিজের গ্রুপের বাকি আটটি দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। চারটি ‘হোম’ ও চারটি ‘অ্যাওয়ে’।
গ্রুপ পর্ব শেষ হলে পয়েন্ট তালিকার প্রথম আটটি দল সরাসরি জায়গা করে নেবে প্রি-কোয়ার্টার ফাইনালে। বাকি নয় থেকে চব্বিশতম স্থানে থাকা দলগুলিকে খেলতে হবে প্লে-অফ। তালিকায় ২৫ থেকে ৩৬ নম্বরে থাকা দলগুলি প্রতিযোগিতা থেকে বিদায় নেবে।
এবার প্লে অফ থেকে জয়ী আটটি দল যাবে প্রি-কোয়ার্টার ফাইনালে। আগে থেকে উত্তীর্ণ আটটি দলের সাথে খেলতে। শুরু হবে সেরা ষোলোর খেলা।
নতুন প্রযুক্তি তথা নয়া নিয়মে ভরা ২০২৪-২৫ মরসুমের চ্যাম্পিয়ন্স লীগ পূর্বের তুলনায় বিশেষ আকর্ষণীয় হতে যাচ্ছে বলেই মত ভক্তদের একাংশের।
More Stories
লিগে জয়ে ফিরতে মরিয়া মোহনবাগান, ময়দানে ফুটবল ম্যাচ চান অরূপ
চাহালকে অতীত করে নতুন সম্পর্কে! মুখ খুলে বিস্ফোরণ ঘটালেন ধনশ্রী
রাজা চার্লস তৃতীয়ের সাথে সাক্ষাৎ প্রধানমন্ত্রী মোদির, দিলেন মায়ের স্মৃতি জড়ানো বিশেষ উপহার