সময় কলকাতা ডেস্ক, ৪ সেপ্টেম্বরঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। উত্তপ্ত রাজ্যের চিকিৎসক মহল। দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। ক্রমশ বড় হচ্ছে প্রতিবাদের বহর। সুপ্রিম কোর্টে চলছে মামলা। বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হতে চলেছে। এসবের মধ্যেই এবার রাজ্যের পুলিশ কমিশনার এবং ডিজিকে ছুটিতে পাঠানোর আর্জি জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
আরও পড়ুন মরিশাসকেও হারাতে পারল না ভারত, কী কারণে প্রথম ম্যাচেই আটকে গেল মানোলোর দল?
চিঠিতে অধীর জানিয়েছেন, রাজ্যের পুলিশ কমিশনার এবং ডিজি , দুজনেই এই ঘটনার তদন্তে ব্যর্থ হয়েছে। এরপরই চিঠিতে তিনি লেখেন, আরজিকর হাসপাতালের বাইরে পুলিশ আউটপোস্ট হোক এবং সেখানের নজরদারিতে থাকুন নতুন পুলিশ কমিশনার। তাঁর সঙ্গে থাকা অন্যান্য পুলিশ কর্মীরা হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় জওয়ানদের সঙ্গে সহযোগিতা করবে। এছাড়া সিআইএসএফ জওয়ানরা যাতে প্রয়োজন অনুযায়ী নিজেরা কোনও বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন সেই আবেদনও চিঠিতে করেছেন অধীর। একইসঙ্গে আরজি করের ঘটনা সংক্রান্ত ৮টি প্রশ্ন করেছেন কংগ্রেস নেতা। বিষয়গুলির ওপর যাতে সুপ্রিম কোর্ট নজর দেয় সেই আর্জি করেছেন তিনি।
এদিকে, আরজিকর কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন এক আইনজীবী। তাঁর দাবি, আরজিকর কাণ্ডে নিহত ওই চিকিৎসকের নাম প্রকাশ্যে এনেছিলেন বিনীত। তাই তাঁকে সিপির পদ থেকে সরানো হোক। তবে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানিয়েছেন, যেহেতু আরজিকর মামলাটি বিচারাধীন রয়েছে, তাই এখনই এই বিষয়টি নিয়ে বিবেচনা করতে পারবেন না তিনি।
প্রসঙ্গত, আরজিকরে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পর পেরিয়ে গিয়েছে ২৫ দিন। এই ঘটনার তদন্তে পুলিশি ব্যর্থতার অভিযোগ এর আগে তুলেছিলেন আন্দোলনকারীরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। তারপরেও প্রতিবাদের জন্য রোজই পথে নামছেন সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরাও। আরজিকর কাণ্ডের ন্যায্য বিচারের দাবিতে গত সোমবার থেকে ‘লালবাজার অভিযান’-এ নেমেছেন জুনিয়র চিকিৎসকেরা। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি। জানা গিয়েছে, পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন দিয়ে তাঁরই পদত্যাগের দাবি জানাবেন তাঁরা!
#KolkataPoliceCommissionerVineetKumarGoyal
#RGkarHospital
#RGKARDoctorDeath
#Latestbengalinews
#supremecourt
#AdhirRanjanChowdhury
More Stories
পুজোর আগেই প্রবল দুর্যোগ! গভীর নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি ‘রেড অ্যালার্ট’
রেশন দুর্নীতির তদন্তে ফের তৎপর ইডি! বারাসাত, নদিয়া- সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি, নজরে একাধিক চালকল
Kunal Ghosh: একদা মাদক কাণ্ডে ধৃত পামেলাকে অবস্থানরত চিকিৎসকদের মঞ্চে দেখে কটাক্ষ কুণালের, পাল্টা দিলেন বিজেপি নেত্রীও