স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ সেপ্টেম্বর: ২১ বছরে এই প্রথম ব্যালন ডি’অর তালিকার বাইরে এই প্রজন্মের সেরা দুই ফুটবল মহারথী। এক সময় ব্যালন ডি’অরের মানেই ছিল এলএম১০ অথবা সিআর৭। তবে এবছর ব্যালন ডি’অর দৌড়ে বর্ষসেরার তকমা প্রাপ্তির সম্ভাব্য খেলোয়াড়দের তালিকায় জায়গা হল না একই সঙ্গে দুই তারকার। মহাবিশ্বে ঘটা সব জিনিসের সমাপ্তি আছে। সেই নিয়মেই কি শেষ হল মেসি-রোনাল্ডো দ্বৈরথ?
আরও পড়ুন প্যারালিম্পিকে সোনা জয় ধরমবীরের, রুপো পেলেন প্রণব, ভারতের ঝুলিতে মোট পদক ২৪
২০০৮ থেকে ২০১৭, টানা ১০ বছর দুই চিরপ্রতিদ্বন্দ্বী মেসি-রোনাল্ডোর মধ্যেই ঘোরাফেরা করেছে ফুটবলে ব্যক্তিগত পর্যায়ের বর্ষসেরার পুরস্কার। ২০১৮ সালে সেই রীতি পাল্টে দেন ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার লুকা মদ্রিচ। জিতে নেন সেই বছরের ব্যালন ডি’অর। তবে না জিতলেও ২০০৩ সালের পর থেকে প্রতি বছরই সম্ভাব্য ৩০ জনের তালিকায় থেকেছেন মেসি এবং রোনাল্ডো। গতবারে রোনাল্ডো দৌড়ে না থাকলেও ছিলেন মেসি। রেকর্ড অষ্টমবারের জন্য ব্যালন ডি’অর জেতেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। বুধবার রাতে ২০২৪ সালের সেরা ফুটবলারদের তালিকা প্রকাশ করে ব্যালন ডি’অর পুরস্কারের আয়োজক ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। যাদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে পরবর্তী ব্যালন ডি’অর বিজেতাকে। সেখানে নাম নেই মেসি বা রোনাল্ডোর।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত আর্জেন্তিনার মহাতারকা লিয়োনেল মেসি ব্যালন ডি’অর পেয়েছেন আট বার। যার মধ্যে শেষটি এসেছে আগের বছর। ও পর্তুগালের ফুটবল তারকা রোনাল্ডো এই পুরস্কার পেয়েছেন পাঁচ বার। দুই দশক ধরে তাঁদেরই রাজত্ব চলেছে ফুটবলে। আজও বিশ্বের যেকোন প্রান্তে তাঁরা মাঠে নামলে দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তেরা। তবে এবারের বর্ষসেরার পুরস্কারের তালিকায় আর নেই তারা। তালিকায় রয়েছেন এমবাপ্পে, জুড বেলিংহ্যাম, টোনি ক্রুস, ভিনিসিয়াস জুনিয়র, আর্লিং হালান্ডের মতো তারকারা। কার হাতে উঠবে ব্যালন ডি’অর ? অধীর অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
#Messi-Ronaldo
#Ballon D’Or
#LukaModric
#ফ্রান্সফুটবলম্যাগাজিন
#FranceFootballMagazine
More Stories
Lionel Messi: প্রতীক্ষার অবসান, অবশেষে মাঠে দেখা যাবে মেসি ম্যাজিক
England vs Australia T20 Series: দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড, নতুন কীর্তি ফ্রেজার-ম্যাকগার্কের
East Bengal: আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের, প্রথম ম্যাচেই প্রতিপক্ষ সুনীলের বেঙ্গালুরু