Home » Harvinder Singh: প্যারালিমপিক্সে আর্চারিতে প্রথমবার সোনা ভারতের, ইতিহাস গড়লেন হরবিন্দর

Harvinder Singh: প্যারালিমপিক্সে আর্চারিতে প্রথমবার সোনা ভারতের, ইতিহাস গড়লেন হরবিন্দর

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ সেপ্টেম্বর: প্যারালিমপিক্সে ইতিহাসে আবারও ইতিহাস ভারতের। সপ্তম দিনে আর্চারিতে প্রথমবার ভারতের হয়ে সোনা জিতলেন হরিয়ানার সোনার ছেলে হরবিন্দর সিং। বুধবার ছেলেদের রিকার্ভ আর্চারির ব্যক্তিগত বিভাগে প্রথম হয়েছেন হরবিন্দর। ফাইনালে পোল্যান্ডের লুকাজ সিজেককে হারিয়েছেন তিনি। এই নিয়ে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ২৪টি।

আরও পড়ুন  Vinesh Phogat and Bajrang Punia join Congress: কংগ্রেসে বিনেশ-বজরং, রাহুলের সঙ্গে সাক্ষাত, হরিয়ানা বিধানসভা নির্বাচনে লড়বেন হাত চিহ্নে

বুধবার ম্যাচে শুরু থেকে শেষ অবধি এক মুহূর্তের জন্য খেলার রাশ নিজেদের হাতে রাখেন হরবিন্দর। ৬-০ সেট পয়েন্টের একতরফা লড়াইয়ে তিনি উড়িয়ে দেন পোল্যান্ডের লুকাস সিসজেককে। প্রথম তিন সেটেই খেলা বাজিমাত করেন হরিয়ানার ছেলে। এর আগে টোকিও অলিম্পিক্সে তির ছুড়ে ব্রোঞ্জ পেয়েছিলেন হরবিন্দর। এবারে চেয়েছিলেন পদকের রঙ বদলাতে। করেও দেখালেন।

আরও পড়ুন  Optical Illusion: ৫ শতাংশ পাঠক পারবে নিচের ছবি দুটির মধ্যে থেকে মাত্র ৩০ সেকেন্ডে তিনটি পার্থক্য খুঁজে বের করতে, আপনি তাঁদের মধ্যে একজন?

হরিয়ানার এক দরিদ্র কৃষকের ঘরে জন্ম হরবিন্দরের। ছেলেবেলায় ডেঙ্গির কবলে পড়েন তিনি। চিকিৎসা চলাকালীন ইঞ্জেকশনের পার্শ্ব প্রতিক্রিয়ায় দুই পা অসার হয়ে যায় তাঁর। হারান হাঁটাচলার ক্ষমতা। পরে আর্চারির প্রতি ভালোবাসা জন্মালে পরিবার থেকেও ইতিবাচক সমর্থন পান। লক ডাউনের সময় তাঁর বাবা একটি খেত পরিষ্কার করে বানিয়ে দিয়েছিলেন আর্চারির কোর্ট। সেখানেই অনুশীলন করতেন হরবিন্দর। কঠোর পরিশ্রমের পর নিজেকে প্রতিষ্ঠা করেছেন বিশ্ব মঞ্চে। এদিন সোনা জিতে আপ্লুত হরবিন্দর জানিয়েছেন “এ এক দারুন অনুভূতি। ১২ বছর ধরে আর্চারিতে আছি। কঠোর পরিশ্রম করেছি। কোয়ালিফিকেশন রাউন্ডে নয়ে স্লিপ করে গেলেও একের পর এক ম্যাচ আবেগ, মুভমেন্ট ও শুটিংয়ে নিয়ন্ত্রণ রেখে এগিয়েছি। চূড়ান্ত পর্যায় এসে সোনাও জিতেছি।”

আরও পড়ুন   প্যারালিম্পিকে সোনা জয় ধরমবীরের, রুপো পেলেন প্রণব, ভারতের ঝুলিতে মোট পদক ২৪

#Paralympics

#Recurve Archery
#Harvinder Singh
#Tokyo Olympics
#Lukas Cieszek

About Post Author