স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ সেপ্টেম্বর: প্যারালিমপিক্সে ইতিহাসে আবারও ইতিহাস ভারতের। সপ্তম দিনে আর্চারিতে প্রথমবার ভারতের হয়ে সোনা জিতলেন হরিয়ানার সোনার ছেলে হরবিন্দর সিং। বুধবার ছেলেদের রিকার্ভ আর্চারির ব্যক্তিগত বিভাগে প্রথম হয়েছেন হরবিন্দর। ফাইনালে পোল্যান্ডের লুকাজ সিজেককে হারিয়েছেন তিনি। এই নিয়ে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ২৪টি।
বুধবার ম্যাচে শুরু থেকে শেষ অবধি এক মুহূর্তের জন্য খেলার রাশ নিজেদের হাতে রাখেন হরবিন্দর। ৬-০ সেট পয়েন্টের একতরফা লড়াইয়ে তিনি উড়িয়ে দেন পোল্যান্ডের লুকাস সিসজেককে। প্রথম তিন সেটেই খেলা বাজিমাত করেন হরিয়ানার ছেলে। এর আগে টোকিও অলিম্পিক্সে তির ছুড়ে ব্রোঞ্জ পেয়েছিলেন হরবিন্দর। এবারে চেয়েছিলেন পদকের রঙ বদলাতে। করেও দেখালেন।
হরিয়ানার এক দরিদ্র কৃষকের ঘরে জন্ম হরবিন্দরের। ছেলেবেলায় ডেঙ্গির কবলে পড়েন তিনি। চিকিৎসা চলাকালীন ইঞ্জেকশনের পার্শ্ব প্রতিক্রিয়ায় দুই পা অসার হয়ে যায় তাঁর। হারান হাঁটাচলার ক্ষমতা। পরে আর্চারির প্রতি ভালোবাসা জন্মালে পরিবার থেকেও ইতিবাচক সমর্থন পান। লক ডাউনের সময় তাঁর বাবা একটি খেত পরিষ্কার করে বানিয়ে দিয়েছিলেন আর্চারির কোর্ট। সেখানেই অনুশীলন করতেন হরবিন্দর। কঠোর পরিশ্রমের পর নিজেকে প্রতিষ্ঠা করেছেন বিশ্ব মঞ্চে। এদিন সোনা জিতে আপ্লুত হরবিন্দর জানিয়েছেন “এ এক দারুন অনুভূতি। ১২ বছর ধরে আর্চারিতে আছি। কঠোর পরিশ্রম করেছি। কোয়ালিফিকেশন রাউন্ডে নয়ে স্লিপ করে গেলেও একের পর এক ম্যাচ আবেগ, মুভমেন্ট ও শুটিংয়ে নিয়ন্ত্রণ রেখে এগিয়েছি। চূড়ান্ত পর্যায় এসে সোনাও জিতেছি।”
আরও পড়ুন প্যারালিম্পিকে সোনা জয় ধরমবীরের, রুপো পেলেন প্রণব, ভারতের ঝুলিতে মোট পদক ২৪
#Paralympics
#Recurve Archery
#Harvinder Singh
#Tokyo Olympics
#Lukas Cieszek
More Stories
England vs Australia T20 Series: দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড, নতুন কীর্তি ফ্রেজার-ম্যাকগার্কের
East Bengal: আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের, প্রথম ম্যাচেই প্রতিপক্ষ সুনীলের বেঙ্গালুরু
Mohun Bagan vs Mumbai City FC: দুই গোলে এগিয়ে গিয়েও পুরনো রোগে আটকে গেল মোহনবাগান