সময় কলকাতা ডেস্ক, ৫ সেপ্টেম্বরঃ ফের প্যারালিম্পিকে সোনা জয় ভারতের। বুধবার রাতে এফ৫১ ক্লাব থ্রো ইভেন্টে সোনা জিতলেন ধরমবীর। যার সৌজন্যে এখন ভারতের ঝুলিতে সোনার সংখ্যা পাঁচ। একই ইভেন্টে রুপো এনে দিয়েছেন স্বদেশীয় প্রণব সুরমা। চলতি প্যারালিম্পিকে এই প্রথম একই ইভেন্টে দুজন ভারতীয় প্রথম ও দ্বিতীয় হয়েছে। এখন ভারতের মোট পদক পদক সংখ্যা ছুঁয়েছে ২৪।
কাল প্রথম চারটি প্রয়াস ‘ফাউল’ করার পর পঞ্চম থ্রোয়ে বাজিমাত করেন ধরমবীর। ৩৪.৯২ মিটার থ্রোয়েই সোনা নিশ্চিত হয়ে যায় তাঁর। অন্য দিকে ৩৪.৫৯ মিটার ছুড়ে নিজের দ্বিতীয় থ্রোয়ে রুপো হাসিল করেন প্রণব। সার্বিয়ার ফিলিপ গ্রাওভাচ এই ইভেন্টে জিতেছেন ব্রোঞ্জ। শেষ করেছেন তৃতীয় স্থানে। দেশের উভয় খেলোয়াড়কে নিজের এক্স হ্যান্ডেলে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্যারালিম্পিক সেই সমস্ত খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হয় যারা বিশেষ ভাবে সক্ষম। সেই প্রতিযোগীরাই এফ৫১ ক্লাব থ্রো ইভেন্ট অংশ নিতে পারেন যাদের শরীরের নীচের অংশ, হাত বা পায়ের নড়াচড়া সীমিত। কার্যত সব প্রতিযোগীই বসে ইভেন্টে অংশগ্রহণ করেন। কাঁধ ও বাহুর জোরেই ছুড়তে হয় ক্লাবটি।
ডাইভিং করতে নিজের গ্রামেই এক দুর্ঘটনার মুখে পড়েছিলেন হরিয়ানার ধরমবীর। ২০১৪ সালে ওই দুর্ঘটনায় কোমরের নীচ থেকে বাকি অংশ অচল হয়ে যায় তাঁর । সেই কারণেই আজ প্যারা-অলিম্পিকে ধরমবীর। ২০১৬ সালেই প্যারালিম্পিকের যোগ্যতা অর্জন করেছিলেন তিনি। ইতিমধ্যে দেশকে এনে দিয়েছেন একাধিক সাফল্য। ২০২২ এশিয়ান প্যারা গেমসে পদক জিতেছেন তিনি। এবার সোনা এনে দিলেন প্যারালিম্পিক ২০২৪ থেকেও।
কিছুটা একই কাহিনী প্রণবের। ক্রিকেট এবং রোলার হকি খেলতে ভালবাসতেন প্রণব। কিন্তু এক দুর্ঘটনায় হারিয়ে ফেলেন ক্রিকেট খেলার ক্ষমতা। ১৬ বছর বয়সে তাঁর মাথায় সিমেন্টের চাঙর ভেঙে পরে। ক্ষতিগ্রস্থ হয় মেরুদন্ড। সবসময়ের সঙ্গী হয়ে যায় হুইলচেয়ার। তবে জীবন যুদ্ধে হেরে যাননি প্রণব। ইতিবাচক মানসিকতা নিয়ে তিনি প্যারা-স্পোর্টসে আসেন। পরিবার সূত্রে জানা গিয়েছে পড়াশোনাতেও কৃতিত্বের অধিকারী প্রণব। খেলা তাঁর প্যাশন। তবে দিল্লি স্কুল অফ ইকনমিক্স থেকে পোস্ট গ্র্যাজুয়েশান করেছেন। পেশায় একটি সরকারি ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত তিনি।
#Paralympics
#PranabSurma
#Dharamvir
#PrimeMinisterNarendraModi
#PhilipGrauvach
More Stories
Bajrang Punia: “তোমার জন্য শেষ বার্তা..” বিদেশ থেকে প্রাণনাশের হুমকি মেসেজ পেলেন বজরং
১০ জন নিয়েও বড় জয় স্পেনের, ৪-১ গোলে চুরমার করল সুইজারল্যান্ডকে
বদলি হিসাবে নেমে ম্যাচের হিরো রোনাল্ডো, ২-১ গোলে জয় পর্তুগালের