Home » দ্বিতীয় দিনে বদলে গেল ভারতীয় ব্যাটিংয়ের চালচিত্র, অজি বোলারদের পরীক্ষা নিচ্ছেন যশস্বী

দ্বিতীয় দিনে বদলে গেল ভারতীয় ব্যাটিংয়ের চালচিত্র, অজি বোলারদের পরীক্ষা নিচ্ছেন যশস্বী

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ২৩ নভেম্বর: প্রথম দিনের ঘাসে ভরা পিচে ধৈর্যের পরীক্ষা দিতে ব্যর্থ হলেও দ্বিতীয় দিন পিচে জমে গেলেন যশস্বী জয়সওয়াল। রাহুলকে সঙ্গে অজি বোলারদের ধৈর্যের পরীক্ষা নিলেন ভারতের এই তরুণ ব্যাটার। প্রথম বার অস্ট্রেলিয়ার মাটিতে খেলছেন। স্নায়ুর চাপ সামলে যেভাবে শতকের দিকে এগিয়ে যাচ্ছেন, তা প্রশংসনীয়। সঙ্গে কাঁধ মিলিয়েছেন দলের অভিজ্ঞ ব্যাটার কে এল রাহুল। একেই তো বলে ধ্রুপদী টেস্ট ব্যাটিং। প্রথম ইনিংসে টেকনোলজির কাছে হার মানতে হয়েছিল রাহুলকে। তাঁর উইকেট নিয়ে উঠেছিল বিতর্ক। দ্বিতীয় ইনিংসে এখনও অবধি নিখুঁত টেস্ট ক্রিকেট খেলেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে ভারতের ওপেনিং জুটি মিলিতভাবে দুশো রানের দোরগোড়ায়।

আরও পড়ুন: Mohun Bagan: স্টুয়ার্টকে ছাড়াই জামশেদপুর অভিযানে নামছে মোহনবাগান, কী হবে মোহনবাগানের প্রথম একাদশ?

গতকাল টসে জিতে অধিনায়ক বুমরাহ ব্যাটিং নিয়েছিল। পার্থের পেস সহায়ক পিচে নেমেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল ভারত। জয়সওয়াল, রাহুল, পাদিক্কাল থেকে বিরাট সকলেই ব্যর্থ হয়ে ফিরে গিয়েছিয়েন সাজঘরে। যার জেরে ১৫০ রানেই অলআউট হয়েছিল ভারত। যদিও সেই ক্ষতে মলম লাগিয়ে দিয়েছে ভারতের পেসাররা। খোদ বুমরাহ নিয়েছে চারটি উইকেট। যার সৌজন্যে মাত্র ১০৪ রানে আটকে যায় অস্ট্রেলিয়া। শুক্রবার ব্যাটারকে যবনিকা পতনে পার্থের পিচে ব্যাট করা যতটা কঠিন মনে হয়েছিল, আজ সেই ধারণা উল্টে দিলেন যশস্বীরা। দ্বিতীয় দিনের খেলা শেষে ভারত বিনা উইকেটে ১৭২। রাহুল দাঁড়িয়ে ৬২ রানে। ৯০ রানে ব্যাট করছেন যশস্বী। কাল সকালেই ক্যাঙ্গারুর দেশে প্রথম শতরান পান কি না দেখতে মুখিয়ে আছেন সমর্থকেরা।

আরও পড়ুন: Tilak Varma: ফের ১০০! হ্যাট্রিক তিলকের, নিলামের আগে শতরান পেলেন আইয়ারও

শনিবারবারের মত আমাগীকালও যশস্বী-রাহুলের জুটি বেশ কিছুক্ষন পিচে দাঁড়িয়ে থাকলে অজিদের কতটা চাপে ফেলতে পারে ভারত তাই দেখার। এখনও ভারতীয় ব্যাটিংয়ে মাঠে নামা বাকি ঋষভ পন্থ, বিরাট কোহলি, পাডিক্কাল, নীতিশ কুমার রেড্ডি ও জুরেলের মত ব্যাটারদের। প্রথম ইনিংসের ৪৬ রানের লিড ছিল ভারতের। সব মিলিয়ে দ্বিতীয় দিনের শেষে ২১৮ রানের লিডে রয়েছে ভারত। হাতে দশ উইকেট, ম্যাচের বাকি এখনও তিনদিন।

About Post Author