Home » সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আরজি কর মামলা,  তিন মাস পর হবে পরবর্তী শুনানি

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আরজি কর মামলা,  তিন মাস পর হবে পরবর্তী শুনানি

সময় কলকাতা ডেস্ক, ১০ ডিসেম্বর: দেড় মাস পর নতুন প্রধান বিচারপতির বেঞ্চে আরজি কর মামলার শুনানির জন্য মুখিয়ে ছিল গোটা দেশ। সকাল থেকেই জল্পনা শোনা যাচ্ছিল নতুন কোন মোড় নিতে পারে এই মামলা। তবে সেই সব জল্পনাকে উড়িয়ে ফের একবার পিছিয়ে গেল আরজি করে সুপ্রিম শুনানি। পরবর্তী শুনানি হবে তিন মাস পর। সর্বোচ্চ আদালতে নতুন বেঞ্চ তৈরির পর মঙ্গলবার শীর্ষ আদালতে শোনা হয় এই মামলা। সব পক্ষের বক্তব্য শোনার পর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৭ মার্চ। অর্থাৎ তিন মাস পর।

আরও পড়ুন: রাজ্যসভার চেয়ারম্যান ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কংগ্রেসের! কী অভিযোগ হাত শিবিরের?

৯ আগস্ট, শুক্রবার। আরজি করের সেই ভয়াবহ রাত! কর্মরত মহিলা চিকিৎসককে হাসপাতালের অন্দরমহলে ধর্ষণ করে খুন! যার বিচারের দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান, সিজিও অভিযান, নবান্ন অভিযান, রাত দখল, রাজনৈতিক চাপানউতোর। এভাবেই কেটে গেল চারটি মাস। এই মামলার শেষ সুপ্রিম শুনানি হয়েছিল গত এক মাস। এখনও বিচার আসায় চাতকের মত তাকিয়ে নির্যাতিতার পরিবার। আজ মঙ্গলবার, ১০ ডিসেম্বর সুপ্রিম কোর্টে ফের আরজি কর মামলার শুনানি। ইতিমধ্যে সর্বোচ্চ আদালতে পরিবর্তন হয়েছে প্রধান বিচারপতির। ডি ওয়াই চন্দ্রচুর অবসর নিয়েছেন, তাঁর স্থানে এসেছেন সঞ্জীব খান্না। প্রধান বিচারপতির নতুন বেঞ্চে রয়েছেন আরেক বিচারপতি সঞ্জয় কুমার। এই প্রথমবার তাঁরা শুনবেন আর জি করের মতো হাই প্রোফাইল মামলা। তবে এদিন ফের পিছিয়ে গেল সেই মামলার শুনানি।

About Post Author