সময় কলকাতা ডেস্ক:- সাম্প্রতিক সময়ে একাধিক ভুয়ো পাসপোর্টের খবর উঠে এসেছে সংবাদ মাধ্যমে। ইতিমধ্যে বাংলা সহ একাধিক রাজ্যে ধরা পড়েছে একাধিক ভুয়ো পাসপোর্ট তৈরি চক্রের সদস্যরা। বহু ভুয়ো পাসপোর্ট বহনকারী ব্যক্তিকে আটক করা হয়েছে। এরপরই গত এপ্রিল থেকে ভুবনেশ্বর এবং নাগপুরের পাসপোর্ট অফিস পাইলট প্রজেক্ট হিসেবে ‘ই-পাসপোর্ট’ ইস্যু করা শুরু করেছিল। নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে আগামী দিনে ভারতে ই-পাসপোর্ট বা বায়োমেট্রিক পাসপোর্টই ‘গেম চেঞ্জার’ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
আগামী দিনে ভারতীয় পাসপোর্টে বসানো থাকবে একটি বিশেষ ধরনের ইলেকট্রনিক চিপ। সোমবার মধ্য কলকাতার একটি হোটেলে আয়োজিত সেমিনারে কলকাতার রিজিওনাল পাসপোর্ট অফিসার (আরপিও) আশিস মিদ্দা বলেন, ‘আমরা এতদিন যে পাসপোর্ট ব্যবহার করে আসছি তার সঙ্গে ‘ই-পাসপোর্টের একটাই ফারাক। ই-পাসপোর্টে একটি ইলেকট্রনিক চিপ থাকবে। ওই চিপে স্টোর থাকবে পাসপোর্ট ব্যবহারকারীর বায়োমেট্রিক ডেটা। সঙ্গে থাকবে একটি ডিজিটাল ছবি।’
ইলেকট্রনিক চিপে আঙুলের ছাপ, ফেসিয়াল রেকগনিশন, রেটিনা রিডিং সহ নানা ধরনের তথ্য মজুত থাকায় সেগুলি জাল করা অসম্ভব হবে ভুয়ো পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে। এর ফলে শুধু পাসপোর্ট ব্যবহারকারীই নিরাপদ হবেন না, দেশের নিরাপত্তাও মজবুত হবে।
পাসপোর্ট জালিয়াতির ঘটনা এই রাজ্যে বা দেশে এই মুহূর্তে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বহু বছর ধরে জালিয়াতরা পাসপোর্স জাল করার নতুন নতুন উপায় বার করে বিভিন্ন দেশের প্রশাসনকে ব্যতিব্যস্ত করেছে। হাত গুটিয়ে বসে থাকেনি প্রশাসনও। জালিয়াতদের ঠেকাতে পাসপোর্টকে যতটা সম্ভব ‘নিরাপদ’ করার ব্যবস্থা করে চলেছে প্রশাসন। সেই লক্ষ্যেই এই নতুন পদক্ষেপ।
কলকাতার রিজিওনাল পাসপোর্ট অফিসার আশিস মিদ্দা জানিয়েছেন, এমন নয় যে ই-পাসপোর্টের ব্যবহার শুরু হয়ে গিয়েছে বলে পুরোনো, কাগজের পাসপোর্ট বাতিল হয়ে যাবে। আপাতত দু’ধরনের পাসপোর্টই সমান্তরাল ভাবে চলবে। তবে পাসপোর্ট ব্যবহারকারীরা পুরোনো পাসপোর্টের সময়সীমা শেষ হওয়ার পর নতুন পাসপোর্টের জন্যে আবেদন করবেন, তাঁরা ই-পাসপোর্ট হাতে পাবেন। যাঁরা এখন নতুন পাসপোর্টের আবেদন করছেন, তাঁরা ই-পাসপোর্টই পাচ্ছেন।
More Stories
বাংলাদেশ সীমান্তে ঘুরতে এসে ভারতে অনুপ্রবেশ, তারপর কি হল?
সিলামপুর কিশোর হত্যা: ‘লেডি ডন’ জিকরা গ্রেপ্তার, তিনজনকে আটক
পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গের এক মহিলা দন্ত চিকিৎসককে গ্রেপ্তার করল মুম্বাই পুলিশ