সময় কলকাতা,নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ ৯ মাস মহাকাশ স্টেশনে আটকে থাকবার পর অবশেষে বুধবার ভোরে পৃথিবীতে ফিরে এলেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইল মোর। তাদেরকে সঙ্গে নিয়ে ফিরেছেন আরো দুই নভোচর যারা উদ্ধারকারী যানে করে মহাকাশ স্টেশনে গিয়েছিলেন। উল্লেখ্য তিন মাস আগেই সুনীতা এবং বুচের পৃথিবীতে ফেরত আসবার কথা ছিল। কিন্তু মহাকাশযানের যান্ত্রিক গোলযোগ এর জন্য ফিরতে পারেননি। অবশেষে বিকল্প পথ খোঁজা শুরু হয়। এলন মাস্কের স্পেস এক্স নাইনের ক্যাপসুল মহাকাশযান ড্রাগন দুজনকে উদ্ধার করে নিয়ে আসে। সুনীতা এবং বুচের উদ্ধার করার মিশনে চারজন নভোচর সঙ্গী হয়েছিলেন। সেই চারজনের মধ্যেই দুজন সুনিতাদের সঙ্গে ফিরেছেন। বাকি দুজন এখন নাসার মহাকাশ স্টেশনের দেখাশোনা করবেন। পরে আবার নির্দিষ্ট সময়ে তাঁদের ফেরত আনা হবে।
বুধবার ভোরে এলেন মাস্কের সংস্থার পাঠানো ড্রাগন নভোচরদের সঙ্গে করে ফ্লোরিডার উপকূলে এসে সমুদ্রের উপর নামে। সুনীতা এবং উইলমোরকে দেখা যায়, মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার আগে হাসিমুখে হাত নাড়ছেন । দুজন নিরাপদে ফিরে আসায় পৃথিবী জুড়ে স্বস্তির নিঃশ্বাস। মার্কিন যুক্তরাষ্ট্র সমেত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা অভিনন্দন জানিয়েছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন তিনি সুনীতাকে দেশে আমন্ত্রণ জানাবেন। উল্লেখ্য সুনীতা ভারতীয় বংশোদ্ভুত।
More Stories
‘অজুহাত না দিয়ে সংখ্যালঘুদের নিরাপত্তা দিন’, হিন্দু নেতা খুনে ঢাকাকে ‘একহাত’ নিল নয়াদিল্লি
নেপালের পোখরায় বাস দুর্ঘটনায় কমপক্ষে আহত হয়েছেন ২৫ জন ভারতীয় পর্যটক
বাংলাদেশে নির্বাচন হবে চলতি বছরেই, জানাল ইউনুস