সময় কলকাতা ডেস্ক:- ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমারের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে ভারত। অপরেশন ব্রহ্মের অধীনে ইন্ডিয়ান এয়ার ফোর্সের একাধিক এয়ারক্রাফ্ট পৌঁছে গিয়েছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে। এই ত্রাণ পৌঁছে দেওয়ার সময়ে সাইবার হানার শিকার হয় ভারতীয় বায়ুসেনার এয়ারক্রাফ্ট। জিপিএস স্পুফিং-এর মাধ্যমে সেই সাইবার হামলা চালানো হয়েছিল। সোমবার সেনা সূত্রে এই খবর জানা গিয়েছে। বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকে।
এই অ্যাটাকের বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ‘জিপিএস স্পুফিংয়ের মাধ্যমে লোকেশনের বিষয়ে পাইলটদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। সাইবার হানার ফলে ইন্ডিয়ান এয়ার ফোর্স মায়ানমারে ইন্টারনাল নেভিগেশন সিস্টেম (আইএনএস) ব্যবহার করেছিল। এটি ব্যাক আপ হিসেবে রাখা হয়।’ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অন্য দেশের আকাশসীমায় ঘটা এই ধরনের ঘটনার তদন্তও যথেষ্ট সমস্যার। জিপিএস স্পুফিংয়ের জেরে ফ্লাইট দুর্ঘটনার মুখে পড়ার আশঙ্কাও তৈরি হয় বলেও জানিয়েছেন ওই বিশেষজ্ঞরা।
সূত্র মারফত জানা গিয়েছে, ২৯ মার্চ সি-১৩০ জে সুপার হারকিউলিস এয়ারক্রাফ্টেই সাইবার হানা হয়েছিল। ওই এয়ারক্রাফ্ট মায়ানমারের আকাশসীমায় ঢোকার পরেই জিপিএস সিগন্যাল নষ্ট করার চেষ্টা করে সাইবার ক্রিমিনালরা। সে সময়ে ইন্টারনাল নেভিগেশন সিস্টেমসের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছিল এবং বাকি এয়ারক্রাফ্টগুলিকেও এ ব্যাপারে সতর্ক করা হয়েছিল। মনে করা হচ্ছে, এই সাইবার হানার পিছনে পড়শী দেশ চিনের গুপ্তচর বাহিনী রয়েছে।
More Stories
বাংলাদেশ সীমান্তে ঘুরতে এসে ভারতে অনুপ্রবেশ, তারপর কি হল?
সিলামপুর কিশোর হত্যা: ‘লেডি ডন’ জিকরা গ্রেপ্তার, তিনজনকে আটক
পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গের এক মহিলা দন্ত চিকিৎসককে গ্রেপ্তার করল মুম্বাই পুলিশ