Home » বিপদে পড়লেন তামিলনাডুর রাজ্যপাল আরএন রবি। নেপথ্যে জয় শ্রীরাম স্লোগান

বিপদে পড়লেন তামিলনাডুর রাজ্যপাল আরএন রবি। নেপথ্যে জয় শ্রীরাম স্লোগান

সময় কলকাতা ডেস্ক:- জয় শ্রীরাম স্লোগান তুলে বিপদে পড়েলেন তামিলনাডুর রাজ্যপাল আরএন রবি। রবিবার তামিলনাডুর রাজ্যপাল একটি ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়েছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেখানে অনুষ্ঠান শুরুর আগে বক্তৃতা দেওয়ার সময় তিনি সমবেত ছাত্রদের বলেন জয় শ্রীরাম স্লোগান দিতে। ছাত্ররা তা দিয়েও দেয়। কিন্তু এতেই বাধে বিপত্তি।

এ ঘটনা ছড়াতেই, তামিলনাডুর এক বিশিষ্ট শিক্ষাবিদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠান। তিনি তাতে লিখেছেন যে, রাজ্যপাল ভারতবর্ষের সংবিধানের ১৫৯ নম্বর ধারা অনুযায়ী সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। কারণ রাজ্যপালের এই আচরণে ধর্মনিরপেক্ষতার আদর্শ লঙ্ঘিত হয়েছে। সুতরাং অবিলম্বে তাঁকে রাজ্যপাল পদ থেকে অপসারিত করা হোক।

তামিলনাড়ুর ঐ বিশিষ্ট শিক্ষাবিদের বক্তব্য, “আমাদের রাজ্যে প্রতিটি বিদ্যালয়ে সব ধর্ম সম্পর্কেই পাঠ্য সিলেবাসে পড়ানো হয়ে থাকে। সেখানে রাজ্যপালের মত একজন সাংবিধানিক পদাধিকারীর, কলেজের এক অনুষ্ঠানে পড়ুয়াদের দিয়ে জয় শ্রীরাম বলানো সাংবিধানিক দায়িত্বের সম্পূর্ণ অবমাননা করা। সেই জন্যই, আমরা রাজ্যপালের অপসারণ চাইছি।”

উল্লেখ্য, দক্ষিণ ভারতে বহু জায়গায় রাবণও পূজিত হন। তা সম্ভবত রাজ্যপাল জানেন না। সুতরাং, দক্ষিণ ভারতের বাস্তবতা সঠিকভাবে না জেনে পরিস্থিতি আরও জটিল করে ফেলেছেন রাজ্যপাল, বলে অনেকে মনে করছেন।

About Post Author