সময় কলকাতা ডেস্ক, ২৮ ডিসেম্বর : সাংসদ কাকলি ঘোষ কি দস্তিদার বিজেপির ষড়যন্ত্রের শিকার? সাংসদ নিজে অন্তত তাই বলছেন, শুধু তাই নয় তিনি প্রশ্ন তুলে বলছেন প্রায় ৫০ বছর ধরে ভারতে সক্রিয় রাজনীতি করে তাঁর ক্ষেত্রে যদি এমন ঘটনা হয় তাহলে বিজেপির এই ষড়যন্ত্র যন্ত্রণা সাধারণ মানুষ কিভাবে ভোগ করছেন তা বোঝাই যায়।
সূত্রের খবর খসড়া তালিকায় নাম ওঠেনি তাই এসআইআর সংক্রান্ত শুনানিতে ডাক পেলেন লোকসভায় তৃণমূলের চিফ হুইপ তথা দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যেরা। আশ্চর্যজনকভাবে সাংসদের মা, ৯০ বছর বয়সি ইরা মিত্রকে শুনানির জন্য ডাকা হয়েছে। এছাড়াও শুনানিতে ডাকা হয়েছে কাকলির দুই ছেলে, পেশায় চিকিৎসক বিশ্বনাথ দস্তিদার ও বৈদ্যনাথ দস্তিদারকে। কাকলির ছোট বোন পিয়ালি মিত্রকেও ডাকা হয়েছে শুনানির জন্য।কাকলির দুই ছেলে কলকাতার ভোটার। মা ও বোন উত্তর ২৪ পরগনায় ভোট দিয়ে এসেছেন এতদিন। মধ্যমগ্রামের দিগবেরিয়ায় ভোট দিয়ে এসেছেন তাঁরা। সেই মতো কাকলির দুই ছেলেকে কলকাতায় এবং মা ও বোনকে বারাসত ২ নম্বর ব্লকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে। প্রবীণ রাজনীতিবিদ কাকলি ঘোষ দস্তিদার বিষয়টি যারপরনাই ক্ষুব্ধ ও বিরক্ত যদিও বিজেপি নেতৃত্ব মনে করছে সাংসদ সঠিক কাগজপত্র জমা দেন নি। তথাপি মধ্যমগ্রামের দিগবেড়িয়ার বাসিন্দা দীর্ঘদিনের কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যদের এসআইআর-এর ভোটার খসড়া তালিকায় নাম না থাকা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। উল্লেখ্য কাকলি ঘোষ দস্তিদারের স্বামীও পুত্র খ্যাতনামা চিকিৎসক। কয়েকযুগ ধরে এই পরিবারের পরিচিতি শুধু বঙ্গে নয়, ভারতের রাজনীতির ক্ষেত্রেও উল্লেখযোগ্য।।


More Stories
নৈহাটির পরে এবার বারাসাত, এসআইআর শুনানিতে এসে মৃত্যু
জেএনইউ : মোদি- শাহের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগানের পরিণতি কী?
যুদ্ধ : মুখ্যমন্ত্রীর সবুজ ফাইলের রহস্য ও ইডি-র ‘ডেটা ট্রান্সফার’!