Home » আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর

আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৩১ ডিসেম্বর : বাংলাদেশের যারা চিকেন নেকের কথা বলছে তাঁদের উত্তর পূর্বাঞ্চলে আসতে বলছি, এসে দেখুক। আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানে না। চিকেন নেক দিয়ে এসে যুবনেতা হাসনাত সহ বাংলাদেশের  কিছু নেতার সেভেন সিস্টার্স দখলের পাল্টা প্রতিক্রিয়ায়  বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর ।  বক্তার নাম তেমজেন ইমনা আলং লংকুমার। তিনি নাগাল্যান্ডের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি। আলংটাকি-র বিধায়ক ইমনা আলং চতুর্থ নিফিউ রিও মন্ত্রণালয়ের উচ্চ ও কারিগরি শিক্ষা মন্ত্রী। তিনি বাংলাদেশকে হুঁশিয়ার করে বলেছেন, ১৯৭১ সালে ভারতের সৌজন্যে স্বাধীন হয়েছিল বাংলাদেশ, সে কথা ভুলে গেলে ফল ভালো হবে না। তাঁর আরও বক্তব্য, বাংলাদেশ ঘটোৎকচ – হিড়িম্বাকে দেখে নি। ইমনা আলং আরও বলেছেন, গলা কাটার কথা যারা বলছে বিষয়টি তাদের কাছে নতুন। তাঁর হুঁশিয়ারি,” গলা কাটতে আমাদের থেকে কেউ ভালো জানে না। ”

ইমনা আলং বলেছেন, আমরা ভারতের সঙ্গে মজবুত ভাবে জুড়ে আছি। চিকেন নেক  গণমাধ্যমের সৃষ্টি করা শব্দ মাত্র। উল্লেখ্য, চিকেন নেক’ (Chicken’s Neck) বলতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি করিডোরকে বোঝানো হয়, যা মূল ভূখণ্ডের সাথে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোকে সংযুক্তকারী একটি সরু ভূখণ্ড, যার আকৃতি অনেকটা মুরগির গলার মতো হওয়ায় এই নাম দেওয়া হয়েছে এবং এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর পূর্বাঞ্চলে  অবস্থিত সংকীর্ণ ভূখণ্ড ভারতের বাকি অংশের সাথে উত্তর-পূর্ব ভারতের সাতটি (অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা) রাজ্যকে যুক্ত করে। ইমনা আলং বলেছেন, যারা সেভেন সিস্টার্স নিয়ে বলছে  যদি তারা বাংলাদেশ থেকে আসতে পারে, তাহলে আসুক। তারা এসে দেখুক কি হয়। বাংলাদেশের সব লোক খারাপ এটা যেমন নয়, তেমনই কেউ কেউ  যারা এসব কথা রাজনীতিতে বলছে, তাদের পক্ষে বলা উচিত নয়। তিনি নাগাল্যান্ডের উপজাতিদের গলা কাটার ক্ষিপ্রতা ও পরম্পরা সম্পর্কে বাংলাদেশকে স্মরণ করিয়ে দিয়েছেন। উল্লেখ্য, অতীতে নাগা উপজাতিদের মধ্যে হেড হান্টিং বা গলাকাটার নীতি প্রচলিত ছিল। এই বিষয়টি উহ্য রেখে পরোক্ষে বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর। বাংলাদেশের বক্তারা নাগাল্যান্ডে এলে সমুচিত শিক্ষা পাবে, বার্তা নাগাল্যান্ডের ভারতীয় জনতা পার্টির সভাপতি তথা নাগাল্যান্ডের মন্ত্রী ইমনা আলং-এর ।।

বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর #নাগাল্যান্ড

About Post Author