সানি রায়, সময় কলকাতা, ৭ জানুয়ারি : সাদৃশ্য আছে আবার সাদৃশ্য নেই। সাদৃশ্য ব্যবধানে, বৈসাদৃশ্য বিজয়ী রাজনৈতিক দলের মধ্যে। ৪৩৫৫ এবং ৪৩০৯। ২০২১ এবং ২০২৩ সালের এই ব্যবধানেই জয় পরাজয়ের নিষ্পত্তি হয়েছে ধূপগুড়িতে। ২০২১ সালে জয়ী হয়েছিলেন বিজেপির বিষ্ণুপদ রায় আর ২০২৩ সালে জয়ী হয়েছেন তৃণমূলের নির্মল চন্দ্র রায়। হারানো আসন ফিরে পেতে উন্মুখ বিজেপি ইতিমধ্যেই দেওয়াল লিখন শুরু করে দিয়েছে। পিছিয়ে নেই তৃণমূল ও। তারাও শুরু করেছে দেওয়াল লিখন। ধুপগুড়ির আকাশে বাতাসে বার্তা ভোটের আগমনীর। ভোটের আগমনী ধুপগুড়ির দেওয়াল লিখনে ।
পুজোর আগমনী গানের মতোই দেওয়াল লিখন বলে দেয় যে ভোট আসছে। ভোটের আগে কার্যত শুরু হয়ে যায় দেওয়াল দখলের লড়াই। ২০২৬ সাল শুরু হতে না হতেই দেওয়াল দখল করে রাজনৈতিক প্রচার ও রাজনৈতিক লড়াইয়ের প্রেক্ষাপট তৈরি করে রাখছে প্রধান দুটি দল। বছরের প্রথম মঙ্গলবার যেরকম নির্বাচনী দেওয়াল লিখন দিয়ে প্রচারের তোড়জোড় শুরু করে দিয়েছে বিজেপি , পাল্টা বছরের প্রথম বুধবার তৃণমূল দেওয়াল লিখন শুরু করে দিয়েছে তৃণমূল ও। ফলে সুস্পষ্টভাবে বিধানসভা নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে ধূপগুড়িতে। তৃণমূলের কাছে হাতছাড়া হওয়া আসন ফিরে পেতে শুরু হয়েছে বিজেপির দেওয়াল লিখন ও প্রচার।উপনির্বাচনে হারানো জমি ফিরে পেতে মরিয়া বিজেপি। চুপ করে বসে নেই তৃণমূল ও। তারাও নেমে পড়েছে ময়দানে।
২০২৬ সালের বিধানসভার নির্বাচনের মহড়া বিজেপি ও তৃণমূলের দেওয়াল লিখনে। ২০১৬ সালে তৃণমূল জয়ী হলেও ২০২১ এ ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি। বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের অকাল প্রয়াণের পর উপনির্বাচন হয়। ধূপগুড়িতে সেই উপ নির্বাচনে ভরাডুবি হয় বিজেপির এবং জয় লাভ করে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী নির্মল চন্দ্র রায় । হারানো জমি ফিরে পেতে মরিয়া বিজেপি তাই ভোটের দিকে তাকিয়ে প্রচার শুরু করে দিয়েছে আগেভাগে। তবে বিজেপিকে সুচাগ্র পরিমাণ জায়গা দিতে নারাজ তৃণমূল, বিজেপির দেওয়াল লিখনের একদিনের মধ্যেই দেওয়াল লিখন করে বুঝিয়ে দিল তারাও প্রস্তুত হচ্ছে। দেওয়াল লিখনে দুই দলের যুদ্ধংদেহি মনোভাবই প্রমাণ করে দিচ্ছে ধুপগুড়িতে এবার ভোটের টক্কর হতে চলেছে সেয়ানে সেয়ানে ।
ভোটের আগমনী ধুপগুড়ির দেওয়াল লিখনে #ভোটের আগমনী ধুপগুড়ির দেওয়াল লিখনে


More Stories
যুদ্ধ : মুখ্যমন্ত্রীর সবুজ ফাইলের রহস্য ও ইডি-র ‘ডেটা ট্রান্সফার’!
স্টপেজ মন্ত্রী সুকান্ত ৱ্যাম্পে হাঁটেন : অভিষেক
সরকারি নির্দেশ অবমাননা, এডমিশন ফি নিয়ে শিলিগুড়ির স্কুল উত্তাল