পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : ইউরোপীয় ইউনিয়নের (EU) সঙ্গে ভারতের ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (FTA)স্বাক্ষরিত হয়েছে মঙ্গলবার। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভান ভার লিয়েন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই চুক্তি নিয়ে উচ্ছ্বসিত। নিজের এক্স হ্যান্ডেল পোস্টে উরসুলা মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগেই চুক্তিটিকে সকল চুক্তির জননী আখ্যা দিয়েছিলেন যার সুরে সুর মিলিয়েছেন নরেন্দ্র মোদি। এই চুক্তিতে শুল্ক হ্রাস করায় ভারতীয় বাণিজ্যের ক্ষেত্রে যেমন নতুন দিগন্ত খুলে গেল, তেমনভাবেই এই চুক্তির ফলে ভারতীয় ক্রেতা উপভোক্তাদের সামনে থাকছে কিছু সুবিধা। বিষয়টির গভীরে যাওয়া যাক।
ইউরোপীয় ইউনিয়নের মতে, ভারত ইউরোপীয় দেশগুলি থেকে আমদানি করা বেশ কয়েকটি পণ্যের উপর শুল্ক কমাতে এবং কিছু ক্ষেত্রে শুল্ক বাদ দিতে সম্মত হয়েছে।আমদানির উপর শুল্ক কমানোর সাথে সাথে, ভারতের ভোক্তারা এই পণ্যগুলি কম দামে পেতে পারে।
ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি হওয়ায় যে পণ্যগুলি কম দামে পাওয়া যেতে পারে তার একটি তালিকা:
মদ, স্পিরিট, বিয়ার, জলপাই তেল, মার্জারিন এবং অন্যান্য উদ্ভিজ্জ তেল, কিউই এবং নাশপাতি, ফলের রস এবং নন-অ্যালকোহলযুক্ত বিয়ার, প্রক্রিয়াজাত খাবার (রুটি, পেস্ট্রি, বিস্কুট, পাস্তা, চকোলেট, পোষা খাবার)ভেড়ার মাংস, সসেজ এবং অন্যান্য মাংস প্রস্তুতির উপকরণ, বিলাসবহুল গাড়ি গাড়ি, গহনা -অলংকার, ওষুধ, যন্ত্রপাতি।
উল্লেখ্য, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (EU) মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তির (FTA) ফলে ভারতে ৯৭ শতাংশের বা বেশি শুল্ক ইউরোপীয় পণ্যের ওপর থেকে আমদানি কমানো বা সম্পূর্ণ প্রত্যাহার করা হচ্ছে। আরো বিস্তারিত ভাবে জানতে চুক্তি পরবর্তী তালিকার বিস্তারিত ব্যাখ্যার থেকে নজর রাখা যাক।
প্রেস রিলিজ থেকে জানা গিয়েছে, মূলত নিম্নলিখিত জিনিসগুলোর দাম উল্লেখযোগ্যভাবে কমবে।
বিলাসবহুল গাড়ি : ইউরোপীয় আমদানিকৃত গাড়ির ওপর শুল্ক ১১০% থেকে কমিয়ে মাত্র ১০% করা হবে (নির্দিষ্ট কোটা অনুযায়ী), যা দামী গাড়ির দাম উল্লেখযোগ্যভাবে কমাবে।
মদ ও পানীয় : দামি মদের (Wines) ওপর আমদানি শুল্ক ১৫০% থেকে কমিয়ে ২০% করা হচ্ছে। বিয়ারের ওপর শুল্ক ৫০% এবং স্পিরিটের ক্ষেত্রে ৪০% পর্যন্ত কমানো হয়েছে।
খাদ্য দ্রব্য : অলিভ অয়েল, মার্জারিন এবং সবজি তেলের ওপর থেকে শুল্ক প্রায় পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া পাস্তা, চকোলেট, বিস্কুট, ব্রেড এবং প্রক্রিয়াজাত ফলের রসের দামও কমবে।
ওষুধ ও স্বাস্থ্য পরিষেবা : ইউরোপ থেকে আসা প্রায় সব ধরণের জীবনদায়ী ঔষধ এবং উন্নত চিকিৎসা সরঞ্জামের ওপর শুল্ক ১১% থেকে কমিয়ে শূন্যের কাছাকাছি আনা হয়েছে।
যন্ত্রপাতি ও প্রযুক্তি: শিল্পে ব্যবহৃত উচ্চমানের ইলেকট্রনিক্স, বৈদ্যুতিক সরঞ্জাম এবং বিমানে ব্যবহৃত যন্ত্রাংশের ওপর থেকে শুল্ক ৪৪% পর্যন্ত কমতে পারে।
হীরা ও গয়না: দামী পাথর, মুক্তা এবং গহনা তৈরির উপকরণের ওপর থেকে প্রায় ২২.৫% শুল্ক তুলে নেওয়ার কথা জানানো হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তির পরবর্তীতে অনেক ক্ষেত্রে এই দাম কমার প্রক্রিয়াটি ধাপে ধাপে কার্যকর হবে এবং চূড়ান্ত খুচরা মূল্য সংশ্লিষ্ট কোম্পানির ব্যবসায়িক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলেই জানা গিয়েছে।।
More Stories
“সকল চুক্তির জননী ” – ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি
পশু ও নাবালকের সঙ্গে যৌনমিলন, মার্কিন মহিলার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!