Home » একটানা তুষারপাত, অসহায়তার চিত্র আফগানিস্তান জুড়ে

একটানা তুষারপাত, অসহায়তার চিত্র আফগানিস্তান জুড়ে

হাড়কাঁপানো ঠান্ডার মধ্যে একটানা তুষারপাত, তাপমাত্রার পারদ নেমেই চলেছে।চরম প্রতিকূল আবহাওয়ার সঙ্গে যেন সঙ্গতি রেখে অর্থনৈতিক অবস্থা ভেঙ্গে পড়ছে আফগানিস্তানের।চরম অসহায় আফগানদের আর্থিক অবস্থা তলানিতে ঠেকেছে। খাদ্যদ্রব্য কেনার মত পয়সা নেই অধিকাংশ মানুষের হাতে।

খোদ কাবুল শহরের গড় তাপমাত্রা কয়েকদিন ধরেই ২ডিগ্রী। মাঝেমাঝেই বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা নেমে যাচ্ছে হিমাংকে।চরম দুর্দশার মধ্যে থাকা প্রান্তিক মানুষজন আফগানিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর দিকে অন্তরায়।শৈত্যপ্রবাহের নিদারুণ ভ্রুকুটির মধ্যে বাঁচার রসদ খুঁজছে মানুষ। কিন্তু ঘর গরম রাখার সম্বলটুকুও নেই অধিকাংশ মানুষের।অন্তহীন অসহায়তার চিত্র আফগানিস্তান জুড়ে।

তালিবানদের হাতে ক্ষমতা হস্তান্তরের পরেই মানুষের পণ্যক্রয়ের ক্ষমতা কমছিল। এমুহুর্তে এই অবস্থা চুড়ান্ত আকার ধারণ করেছে। একদিকে নারীদের কাজে যাওয়ার নিষেধাজ্ঞা জারী, অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে নিত্যনতুন বিধিনিষেধ। মানুষের আয়ের উৎস ক্রমশ হচ্ছে সংকুচিত। অথচ এমন নয় যে, বাজারে দ্রব্যপণ্য নেই। মানুষের হাতে টাকা না থাকাই সমস্যা গভীরতর করেছে।

জীবনদায়ী ওষুধের প্রয়োজন রয়েছে। যদিও ভারত সহ বাইরের দেশ থেকে ওষুধ এসে পৌঁছেছে আফগানিস্তানে ফলে ওষুধের সংকট কিছুটা কমেছে।চরম অর্থনৈতিক ও পরিবেশের দুর্দশার মধ্যে সীমান্তে ডুরান্ট লাইন বরাবর পাকিস্তানের সাথে উত্তেজনা ক্রমবর্ধমান।

নারী পুরুষ নির্বিশেষে আফগান মানুষ চরম দুঃসময়ের মুখোমুখি ।চরম সংকটে থাকা মানুষ মারা যাচ্ছেন, অনেকেই প্রহর গুনছেন। সাধারণ মানুষ বলছেন, এরকম দুঃসময় তাঁরা আগে দেখেন নি। তাঁদের জানা নেই কোন জাদুবলে এই দুঃসময় কাটবে!

About Post Author