Home » ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ

ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ

সময় কলকাতা ডেস্ক : ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। মাঝখানে দুদিন সংক্রমণ কিছুটা কমলেও আবারো বাড়ছে সংক্রমণের হার। পাশাপাশি একধাক্কায় অনেকটা বাড়ল অ্যাকটিভ কেসও।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত একদিনে দেশে করোনা সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৮২ হাজার ৯৭০ জন। আক্রান্তের সংখ্যায় এগিয়ে রয়েছে মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, অসম, বাংলার মতো রাজ্যগুলি। দেশের পটিজিভিটি রেট বেড়ে হয়েছে ১৫.১৩ শতাংশ। বর্তমানে দেশে মোট ওমিক্রন আক্রান্ত ৮ হাজার ৯৬১ জন। করোনায় সংক্রমিত হয়ে গত একদিনে দেশে মৃত্যু হয়েছে ৪৪১ জনের। গোটা দেশে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৭ হাজার ২০২ জন।

 

রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ১৮ লক্ষ ৩১ হাজার জন। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৫৫ লক্ষ ৮৩ হাজার ৩৯ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন। তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৫৮ কোটি ৮৮ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

About Post Author