বিশ্ব বাজারের অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু সর্বকালীন রেকর্ড ছাড়াল কিন্তু ভারতে বাড়েনি তেলের দাম। বিরোধীরা বলছে ভোটের পর দাম বাড়বে।
এপ্রসঙ্গে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, এটা সরকার ঠিক করে না, কমিটি ঠিক করে।এর আগে দাম বেড়েছে তখন সবাই চিৎকার করছিল কিন্তু সরকার তখন দাম কমিয়েছে। তেলের দাম কমা বাড়া অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে। কংগ্রেস যা নিয়ম করে গেছে তার উপরই চলছে।
পাশাপাশি এদিন অখিলেশ যাদব ও মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক প্রসঙ্গে দিলীপ ঘোষ তোপ দেগে বলেন, এই বৈঠক আগেও হয়েছে,২০১৯ সালে অখিলেশ যাদব ও অনেকে এসেছিলেন কিন্তু কে কাকে সাহায্য করছে সবার তো সিট কমেছে, প্রতিনিধি নেই লোকসভায়। এই সব নাটক নির্বাচনের আগে হয় সাধারণ ভোটারদের বিভ্রান্ত করা চেষ্টা হয়। এর আগেও উনি লক্ষৌও,পাটনা গেছে কি প্রভাব পড়েছে। তার পার্টি বলে সেখানে কিছু নেই, বাকিদের কি সাহায্য করবে? কি প্রভাব আছে উত্তরপ্রদেশে? অখিলেশ যাদব বুঝতে পেরেছে আর নয় নতুন লোক নিয়ে ভিড় করার চেষ্টা করছে, ওখানকার লোক যোগীকে দেখে সব দেখে ভোট দেবে।
হলদিয়ায় এক্সাইড কোম্পানিতে শ্রমিক অসন্তোষ নিয়ে দুই তৃণমূলের নেতার গ্রেফতার নিয়ে দিলীপ ঘোষ বলেন কটাক্ষের সুরে বলেন আদি তৃণমূলের মধ্যে টপ লেভেল দ্বন্দ্ব চলছে, কে নেতা কে নেত্রী তাদের অনুগামীদের মধ্যে লড়াই। নিচের কর্মীদের মধ্যে তো লড়াই হবেই। কংগ্রেসের ঝগড়া করতে করতে পার্টি শেষ হল তৃণমূলেরও তাই হবে। শিল্পের কথা ভুলে যান বোমা শিল্প চলছে।
বিজেপি বিক্ষুব্ধদের বৈঠক নিয়ে বিজেপি কি ব্যাবস্থা নিচ্ছে? এপ্রসঙ্গে সাংবাদিকরা দিলীপ ঘোষকে প্রশ্ন করলে দিলীপবাবু বলেন, দলের বিরুদ্ধে কেউ বললে দল ব্যবস্থা নেবে, প্রথমে বোঝানো হবে তারপরে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সেটা করার জন্য লোক আছে, দল ভাবছে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজ্যের মনোনীত নেতাজীর ট্যাবলো বাতিল করা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মন্তব্য নিয়েও দিলীপ ঘোষ বলেন, সরকার ট্যাবলোর থেকে বেশি গুরুত্ব দিচ্ছে রাজনীতিতে। রাজনীতি করে লাভ তুলতে চাইছে। কেন্দ্রের CPWD তারা ট্যাবলো তৈরি করেছে সিলেকশন কমিটি সেই ট্যাবলো চয়েস করেছে। আপনারদের থেকে ঐ ট্যাবলোর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে সুযোগ তো ওটা পাবে।
More Stories
মেদিনীপুরে ‘বিষ’ স্যালাইন কাণ্ডে এবার সন্তানহারা অসুস্থ প্রসূতি!
‘স্বাধীনতার অপমান’, মোহন ভাগবতকে গ্রেপ্তারের দাবি রাহুলের!
আবার ফিরবে কী দক্ষিণরায়? বাঘ জঙ্গলে ফিরলেও আতঙ্ক কাটছে না মৈপীঠবাসীর