Home » কোভিড ওয়ার্ডে আগুন লেগে রোগী মৃত্যু,গাফিলতির অভিযোগ অস্বীকার হাসপাতাল কতৃপক্ষের

কোভিড ওয়ার্ডে আগুন লেগে রোগী মৃত্যু,গাফিলতির অভিযোগ অস্বীকার হাসপাতাল কতৃপক্ষের

সময় কলকাতা ডেস্কঃ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন লাগে ভোররাতে। সেই আগুনে একজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। মৃতার নাম সন্ধ্যা মণ্ডল(৬০)।বাড়ি পূর্ব বর্ধমানের গলসির বড়মুড়িয়া গ্রামে।শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ হাসপাতালের রাধারাণী ওয়ার্ডে আগুন লাগে। বর্তমানে রাধারাণী ওয়ার্ডকে কোভিড রুগীদের জন্য আইসোলশন ওয়ার্ড করা হয়েছে। সেখানেই ৬ নম্বর ব্লকে ভর্তি ছিলেন কোভিড রোগী সন্ধ্যা মণ্ডল। হাসপাতালের কোভিড ওয়ার্ডের অন্য রোগীর আত্মীয়রা দাবী করেন, আগুন লাগার সময় হাসপাতালের নিরাপত্তারক্ষী ও অন্য কর্মীরা ঘুমিয়ে ছিল। আগুন লাগার পর হাসপাতালে যায় দমকলের একটি ইঞ্জিন। তবে আগুন লাগার পর হাসপাতালের কর্মীরাই ততক্ষণে আগুন নিভিয়ে ফেলে।একজন কোভিড রুগীর আত্মীয় প্রথম আগুন দেখতে পান।তারপর তিনি অন্যদের ঘুম থেকে ওঠান।বর্ধমান বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে রোগী মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করল হাসপাতাল কতৃপক্ষ।

পাশাপাশি ফরেন্সিক দলকে খবর দেওয়া হয়েছে বলে জানালেন বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ প্রবীর সেনগুপ্ত।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। তবে নিরাপত্তার গাফিলতির কথা অস্বীকার করেছে  হাসপাতাল কতৃপক্ষ।

About Post Author