Home » পানীয় জলের সমস্যা, উদ্বোধন নতুন পাম্পিং স্টেশনর

পানীয় জলের সমস্যা, উদ্বোধন নতুন পাম্পিং স্টেশনর

সময় কলকাতা ডেস্ক: বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল পোঁছে দিতে নতুন পাম্পিং স্টেশন তৈরির উদ্যোগ নিয়েছিল সোনারপুর পুরসভা।শনিবার সোনারপুর পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল নতুন এই পাম্পিং স্টেশনের।মাদার টেরিজার নামে এই বুস্টার পাম্পিং স্টশনটির নামকরণ করেছে পুরসভা। সোনারপুরের বিধায়ক ফিরদৌসী বেগম পাম্পিং স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এদিনের অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও পুরসভার বিদায়ী চেয়ারম্যান পল্লব কান্তি ঘোষ, বিদায়ী কাউন্সিলর সঞ্জিত চট্টোপাধ্যায়সহ অন্যান্যরা।পুরসভার এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা।

প্রসঙ্গত, সোনারপুর পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডে পানীয় জলের সংঙ্কট দীর্ঘদিনের।ওয়ার্ডে দুটি পাম্পিং স্টেশন থাকলেও তা দিয়ে বাসিন্দাদের পানীয় জলের চাহিদা মেটানো সম্ভব হচ্ছিল না। তাই পুরসভার তরফে তৃতীয় পাম্পিং স্টেশন চালুর উদ্যোগ নেওয়া হয়।ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করতে পারায় খুশি এলাকার বিধায়ক, বিদায়ী চেয়ারম্যান থেকে  বিদায়ী কাউন্সিলর।  জলের সমস্যা মেটাতে এলাকায় একটি রিজার্ভার বসানোর পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন বিদায়ী কাউন্সিলর সঞ্জিত চট্টোপাধ্যায়।

 

 

 

About Post Author