সময় কলকাতা ডেস্ক : মা বাঘিনী হাতির হানায় বিপদ বুঝে তার সন্তানকে নিরাপত্তা দিতে চাওয়ায় বেঁধে যায় জঙ্গলের লড়াই। হাতি আর চিতাবাঘের ডুয়েলের ফলশ্রুতি হিসেবে প্রাণ গেল চিতাবাঘের । অসম-যুদ্ধে ক্ষিপ্ত হাতি আছড়ে মেরে ফেলল বাঘকে।ডুয়ার্সে জলঢাকা নদী সংলগ্ন নাথুয়া রেঞ্জের জঙ্গল থেকে উদ্ধার হল পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃতদেহ।
হাতির সঙ্গে কী কারণে লড়াইয়ে মৃত্যু হয়েছে পূর্ণবয়স্ক চিতাবাঘের তা নিয়ে বনকর্মীরা প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছেছেন । স্থানীয় পরিবেশবিদ নাফসার আলী বলেছেন, বিষয়টি মর্মান্তিক হলেও জঙ্গলে এরকম ঘটনা হয়েই থাকে। প্রাথমিক অনুমান,বাঘিনীর সাথে ছিল ব্যাঘ্র শাবক। ধাবমান হাতিকে দেখে নিজের সন্তানকে বাঁচাতে উদ্যত হয় মা বাঘিনী। শুরু হয় চিতা বাঘ ও হাতির লড়াই। যুদ্ধে প্রাণ যায় বাঘের।
এদিনের ঘটনাটি ঘটেছে ডুয়ার্সে নাথুয়া রেঞ্জের অন্তর্গত গধেয়ারকুঠি বিটের জলঢাকা নদী সংলগ্ন এলাকায়। সোমবার দুপুরবেলা জঙ্গলে রুটিন টহলদারির সময় বনকর্মীদের নজরে পড়ে পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃতদেহটি। বনকর্মীরা বন্য প্রাণীর দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠান হয়েছে।
More Stories
RG Kar Protest Kumortuli: ‘আমার দুর্গা’-র বিচারের দাবিতে রাজপথে কুমারটুলির মৃৎশিল্পীরা, কতটা পথ পেরোলে বিচার পাওয়া যাবে, জানতে চান হাতে টানা রিক্সাচালকেরা
Trinamool Congress MP resigsn: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, দলের অস্বস্তি বাড়িয়ে রাজ্যসভার পদ থেকে ইস্তফা তৃণমূূল সাংসদের
জোর করে চুম্বন : যৌন হেনস্থার অভিযোগে চিত্র-পরিচালক অরিন্দম শীল সাসপেন্ড