Home » শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবী, বারাসাতে পুলিশের লাঠিচার্জ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবী, বারাসাতে পুলিশের লাঠিচার্জ

সময় কলকাতা ডেস্ক :

বারাসাতে বাম ছাত্র সংগঠন এস এফ আই-এর মিছিলে লাঠি চার্জ করল পুলিশ।স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে সরব বাম ছাত্র সংগঠনকে নিয়ন্ত্রণ করতে পুলিশ মারমুখী হয়ে উঠল।উত্তর চব্বিশ পরগনা জেলাশাসকের কার্যালয় চত্বর নিল রণক্ষেত্রের চেহারা ।উল্লেখ্য গত বছরের শেষ লগ্নে সবেমাত্র স্কুল-কলেজের দরজা খোলার পর করোনার তৃতীয় ধাপের কোপে ফের বন্ধ হয়ে পড়ে শিক্ষাঙ্গন।শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে সরব হয় বাম ছাত্র সংগঠন।

বাম ছাত্র সংগঠনের পক্ষে বলা হয়েছে, রাজ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ বন্ধ রাখায় অনলাইন মোডে পড়াশোনা চলছে, যার ফলে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে দেশের প্রান্তিক এলাকার ছাত্রছাত্রীরা। এমতাবস্তায় স্কুল-কলেজ শিক্ষাঙ্গন করার দাবিতে রাজ্যজুড়ে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছে। সেই দাবীকে বৃহত্তর রাজনৈতিক রূপ দিতেই সোমবার বারাসাতে আন্দোলনরত এসএফআই মিছিল শুরু করে।

এদিন বারাসাত স্টেশন সংলগ্ন এলাকা থেকে মিছিল করে জেলাশাসক দপ্তর পর্যন্ত স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হয় ভারতীয় ছাত্র ফেডারেশন উত্তর পরগনা জেলা কমিটির সদস্যরা। পানশালা খোলা রেখে শিক্ষা বন্ধ রাখার নৈরাজ্যর অবসান চাইছেন জানিয়ে তাঁরা জেলা শাসকের দপ্তরের দিকে এগোতেই বাধা দেয় পুলিশ। করা হয় লাঠিচার্জ।

সাময়িক ভাবে ছত্রভঙ্গ হয়ে বাম ছাত্র সংগঠন বারাসাত থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে। চলছে অবস্থান বিক্ষোভ ।

About Post Author