সময় কলকাতা ডেস্কঃ পক্ষী প্রেমিদের জন্য সুখবর, খুলে গেল রসিকবিল।উত্তরবঙ্গের প্রকৃতিতে মুগ্ধ মানুষ মাত্রই একবার ঘুরে আসেন রসিকবিলে। কোচবিহার জেলার একটি হ্রদকে ঘিরে প্রকৃতি নিজেকে উজাড় করেছে এখানে।সেই টানে হাজার হাজার মানুষের মতো, অসংখ্য পাখিও আসে এই রসিকবিলে। আর শীতকালে এখানে পাখিদের কলতানে ভরে থাকে রসিকবিল বনাঞ্চল। হাজার হাজার মাইল দূর থেকে উড়ে আসে পাখিরা এই রসিক বিলে। রসিকবিল কে ঘিরে রয়েছে সবুজের এক বিশাল চাদর। শুধু পরিযায়ী পাখিই নয়, রয়েছে নানাপ্রজাতির পাখিও। এই রসিক বিলে গেলে দেখা যাবে, চিতাবাঘ, হরিণ,কচ্ছপ, ঘড়িয়াল সহ অজগর। সরকারের তরফ থেকে এখানে নির্মান করা হয়েছে একটি ছোট্ চিড়িয়াখানাও। আর রয়েছে কচ্ছপ উদ্ধার কেন্দ্রও।
আলিপুরদুয়ার থেকে মাত্র ৭৪ কিমি দূরে গেলেই পাবেন রসিকবিল।এতদিন করোনার কারণে বন্ধ ছিল এই পর্যটন কেন্দ্র।ফলে সমস্যায় ছিলেন পর্যটকদের পাশাপাশি, রসিকবিলকে ঘিরে থাকা স্থানীয় ব্যবসায়ীরাও। এই পর্যটন কেন্দ্র ঘিরেই চলত তাদের রুজি-রুটি। করোনা অতিমারির শুরুতে, লকডাউন পর্বে দীর্ঘদিন রাজ্যের পর্যটনকেন্দ্র গুলি বন্ধ ছিল।একই কারণে বন্ধ ছিল এই রসিকবিলও।
২০২২ জানুয়ারির প্রথম দিকে করোনার প্রকোপ কমলে রাজ্য সরকার খুলে দিয়েছিল পর্যটন কেন্দ্রেগুলির দরজা।মাস পার হতে না হতেই আবার বাড়তে থাকে করোনার সংক্রমণ। ফলে, তড়িঘড়ি রাজ্য সরকার বন্ধ করে দেয় রাজ্যের পর্যটন কেন্দ্রগুলি।বন্ধ হয়ে যায় রসিকবিলেরও দরজা। তাতেই আবার আর্থিক সমস্যার সম্মুখীন হন রসিকবিল সংলগ্ন স্থানীয় ব্যবসায়ীরা। এদিন ফের পর্যটন কেন্দ্রের দরজা খুলে যাওয়ায় পর্যটক থেকে স্থানীয় ব্যবসায়ী সকলেরই মুখে হাসি।
সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল-কলেজ, অফিস, পার্ক প্রভৃতির পাশাপাশি ৭৫ শতাংশ পর্যটক নিয়ে রাজ্যের সমস্ত পর্যটনকেন্দ্রগুলি খুলে দেওয়ার নির্দেশিকা ঘোষণা করেন। সেইমতোই এদিন খুলে গেল রসিকবিলের দরজা।কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, সমস্ত কোভিড বিধি মেনেই রসিকবিলে প্রবেশ করা যাবে । প্রবেশের আগে পর্যটকদের মাস্ক, স্যানিটাইজার অবশ্যই সঙ্গে রাখতে হবে। এছাড়াও তাদের দেহের তাপমাত্রা পরীক্ষা করে তারপরই প্রবেশের অনুমতি পাওয়া যাবে ।
More Stories
RG Kar Protest Kumortuli: ‘আমার দুর্গা’-র বিচারের দাবিতে রাজপথে কুমারটুলির মৃৎশিল্পীরা, কতটা পথ পেরোলে বিচার পাওয়া যাবে, জানতে চান হাতে টানা রিক্সাচালকেরা
Trinamool Congress MP resigsn: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, দলের অস্বস্তি বাড়িয়ে রাজ্যসভার পদ থেকে ইস্তফা তৃণমূূল সাংসদের
জোর করে চুম্বন : যৌন হেনস্থার অভিযোগে চিত্র-পরিচালক অরিন্দম শীল সাসপেন্ড