সময় কলকাতা ডেস্ক: গতানুগতিক ধান ও সবজি চাষ করে আশানুরুপ লাভ পাচ্ছেন না চাষিরা। তাই বাড়তি লাভের আশায় গতানুগতিক চাষ ছেড়ে ক্রমশ বিকল্প চাষের দিকে ঝুঁকছেন চাষিরা।তারই অঙ্গ হিসাবে মালদা জেলায় শুরু হয়েছে স্ট্রবেরির চাষ।পুরাতন মালদা ব্লকের মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের সানঝাইল গ্ৰামের কয়েকজন কৃষক মালচিং পদ্ধতিতে স্ট্রবেরির চাষ শুরু করেছেন।
নিজস্ব জমিতে নিজস্ব উদ্যোগে জমিতে স্ট্রবেরি চাষ করেছেন চাষিরা।পাঁচকাঠা জমিতে লাগানো গাছ থেকে সপ্তাহে ১৫-২০ কিলো স্ট্রবেরি তুলছেন ওই চাষি। ভালো মানের স্ট্রবেরি প্যাকেটজাত করে বাজারে বিক্রি করতে শুরু করেছেন।দেখতে সুন্দর সুস্বাদু ও পুষ্টিগুণে ভরা এই ফলের চাহিদা ক্রমশ বাড়ছে। বাজারে ৪০০-৫০০ টাকা কিলো দরে দাম পেয়ে খুশি কৃষকের পরিবার।
কৃষক দীপেন রাজবংশী বলেন,মালচিং পলিথিন দিয়ে বিশেষ উপায়ে চারা রোপণ করেছি। প্রথমে মনে হয়েছিল স্ট্রবেরি চাষ করতে পারবো না।তবে মালচিং পদ্ধতিতে স্ট্রবেরি লাগিয়ে ভালো ফল পেয়েছি। অনেকেই এলাকায় আলু, বেগুন, শাকসবজি ইত্যাদি চাষ করেন। আমি এই বিকল্প অর্থকরী চাষে উদ্যোগী হয়েছি। আগামী দিনে সরকারি সাহায্য পেলে চাষের জমির পরিমাণ আরও বাড়িয়ে লাভের মুখ দেখতে চাই।
More Stories
প্রসঙ্গ বাংলাদেশ : সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে রাস্তায় মতুয়ারা
জাঁকিয়ে শীত আসবে, গরম কাপড় কেনাকাটার ধুম
সন্দেশখালিতে তরুণী খুনের তদন্ত খতিয়ে দেখতে উপস্থিত মহিলা কমিশন, প্রশ্নের মুখে পুলিশ