Home » ব্যাঙ্কের কোটি টাকা প্রতারণা, গ্রাহক বিক্ষোভ

ব্যাঙ্কের কোটি টাকা প্রতারণা, গ্রাহক বিক্ষোভ

সময় কলকাতা ডেস্কঃ  প্রায় তিন বছর আগে বন্ধ হয়েছে বেলঘরিয়ার নন্দননগর সমবায় ব্যাঙ্কের ঝাঁপ। সমবায় ব্যাঙ্কে টাকা রেখে প্রতারিত হয়েছেন শতাধিক গ্রাহক । প্রায় কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ।কিন্তু তারপরেও প্রশাসনের নানা মহলে বারবার দরবার করেছন গ্রাকরা। প্রতিশ্রুতি মিললেও গ্রাহকরা তাঁদের গচ্ছিত টাকা ফেরত পাননি।তাই অবিলম্বে টাকা ফেরত দেওয়ার দাবিতে বিক্ষোভে সামিল হলেন গ্রাহকরা। অবিলম্বে টাকা ফেরতের ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি গ্রাহকদের।

প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন, ব্যাঙ্কের সম্পাদক গৌরাঙ্গ নাগ ।তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর দেখি ব্যাঙ্কের দুইজন কর্মী হিসেবে গরমিল করছে। তারপরেই প্রশাসনের দ্বারস্থ হই। বর্তমানে বিষয়টি আদালতে পর্যল্ত গড়িয়েছে । আদালত যে নির্দেশ দেবে  সেইমত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আন্দোলনে সামিল হওয়া গ্রাহকরা জানান, ২০১৯ সালের শেষের দিকে বেলঘোরিয়ার নন্দননগর সমবায় ব্যাঙ্কের হিসাবে গরমিল থাকায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় গ্রাহকদের লেনদেন। ফলে নিজেদের গচ্ছিত টাকা প্রয়োজনে তুলতে না পেরে সমস্যায় পড়েন গ্রাহকরা। গ্রাহকরা জানান, কেউ মেয়ের বিয়ে দেবেন বলে টাকা জমিয়েছিলেন তো কেউ অন্যকাজের জন্য টাকা জমিয়েছিলেন। কিন্তু জমানো টাকা ফেরত না পেয়ে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে।

 

About Post Author