সময় কলকাতা ডেস্কঃ সোশ্যাল মিডিয়ার নতুন গুজব। পর্ন স্টার মিয়া খালিফা নাকি মারা গিয়েছেন। তাই তাঁকে শ্রদ্ধা জানিয়ে তার অ্যাকাউন্টটিকে স্মরণীয় করে দেওয়া হয়। লেখিকা তসলিমা নাসরিনের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছিল
বাস্তবে বহাল তবিয়তে জীবিত রয়েছেন তারকা মডেল। ফেসবুকের এমন কান্ডে হতবাক হয়েছেন তিনিও। তিনি বলেন, খবরটা নিতান্তই গুজব মাত্র। সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। এই বার্তাই টুইট করে নিজে জীবিত থাকার প্রমান দিলেন পর্ন স্টার নিজেই।
ফেসবুক কর্তৃপক্ষ আচমকাই মিয়া খলিফার প্রোফাইলটিকে ‘মেমোরিয়ালাইজড’ অ্যাকাউন্ট হিসেবে বদলে দেয়। কেউ মারা গেলে এই ভাবে তাঁর অ্যাকাউন্টটি বদলে দেওয়ার পদ্ধতি বহুদিন ধরেই রয়েছে। মিয়ার অ্যাকাউন্টটির নামকরণ হয় ‘রিমেম্বারিং মিয়া খলিফা’। সেখানে লেখা হয়, ”যাঁরা মিয়া খলিফাকে ভালবাসতেন তাঁরা এই প্রোফাইলে এসে ওঁকে দেখে স্মৃতি রোমন্থন করতে পারবেন।”ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয় তাঁর সমস্ত পোস্ট। যোগ করা নতুন একটা সেকশন ‘ট্রিবিউটস’। মিয়া খলিফার সমস্ত বন্ধু ও আত্মীয়কে অনুরোধ করা হয়, এখানে এসে তাঁর সম্পর্কে স্মৃতিচারণ করতে। এর পরই সোশ্যাল মিডিয়ায় রটে যায়, মিয়া খলিফার মৃত্যুসংবাদ ।
তবে ফেসবুক নয়, নিজের জীবিত থাকার খবর দিতে তিনি টুইটারকে বেছে নেন। তবে আলাদা করে কিছু না লিখে মিয়া শেয়ার করেন একটি মিম। ১৯৭৫ সালের ‘মন্টি পাইথন অ্যান্ড দ্য হোলি গ্রেইল’ নামের একটি ছবির দৃশ্য থেকে তৈরি ওই মিমের মাধ্যমেই মিয়া ঘোষণা করেন,”আমি এখনও মরিনি, দিব্যি রয়েছি।”
এর আগেও ফেসবুকের এমন দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় পাওয়া গিয়েছে। কিছুদিন আগে হঠাৎ বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের ফেসবুক অ্যাকউন্টটিকে ‘স্মরণীয়’ করে দেওয়া হয়েছিল ফেসবুকের তরফে। টুইটারে ক্ষোভ প্রকাশ করে লেখিকা জানান, তিনি জীবিত। তাঁর অ্যাকাউন্ট ফিরে চান তিনি।এছাড়াও আর্নল্ড সোয়াৎজেনেগার, জ্যাকি চ্যান, জিম কেরির মতো হলিউড তারকাদের মৃত্যুগুজবও রয়েছে সোশ্যাল মিডিয়ায়। যার কোন সত্যতা নেই।
More Stories
Govinda: নিজের বন্দুকেই গুলিবিদ্ধ গোবিন্দা, এখন কেমন আছেন?
Mithun Chakraborty: ‘দাদা সাহেব ফালকে’ পাচ্ছেন বাংলার মহাগুরু
শর্ট ফিল্ম নিয়ে বিতর্ক তুঙ্গে! দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক