সময় কলকাতা ডেস্কঃ পুষ্পা সিনেমার গানে মেতেছে সারা দেশ। স্বামী গানের সঙ্গেই তাল মিলিয়ে ‘শ্রীভাল্লি’ গানটিও বেশ ফেমাস হয়েছে। এবার পুষ্পার ট্রেন্ডে মাতলেন, ইন্ডিয়ান আইডল এবং বিগ বস-১৪ খ্যাত গায়ক রাহুল বৈদ্য। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের নিয়মিত গান শোনান এমনকি তাদের সাথে গল্পও করেন রাহুল।
এবার গায়ক নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে পুষ্পা সিনেমায় আল্লু অর্জুনের গলায় বিখ্যাত ‘শ্রীভাল্লি’ গানটি গাইতে দেখা গিয়েছে রাহুলকে। শুধু গানই নয় এই ভিডিওতে দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুনের বিখ্যাত নাচের ভঙ্গিমাতে তাঁকে নাচতেও দেখা গেছে।
আল্লু অর্জুনের এই গানের নাচই যে শুধু অনুগামীদের মন কেড়েছে তাই নয়, এই সিনেমার সমস্ত গানেই রিলস্ করতে দেখা গেছে আনুগামীদের। এদিন রাহুল বৈদ্যের পোস্ট করা ভিডিওটি ব্যাপক আকারে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর গায়কের এই ভিডিও দেখে খুশি আনুগামীরাও।
More Stories
Diljit Dosanjh: ‘হিন্দুস্থান কারও বাপের নয়..’ কনসার্ট থেকে কাদের নিশানা করলেন দিলজিৎ?
অস্কারের দৌড়ে ইমন! বাজিমাত করলেন কোন গানে?
৩৭ বছরেই অভিনয়কে বিদায় জানাতে চান বিক্রান্ত মাসে? নেপথ্যে কোন কারণ?