সময় কলকাতা ডেস্কঃ ফের সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হলেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। এক অনুরাগীকে ‘অশিক্ষিত’ লেখার অভিযোগে নেটিজেনদের কটাক্ষের মুখে পরেন সুদীপা। বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন সঞ্চালিকা। সুযোগ পেলেই নিজের বিভিন্ন মুহূর্তের ভিডিও ও ছবি তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি তার সোশ্যাল মিডিয়ার ওয়ালে অঙ্কুশের সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। আর এই ছবি ঘিরেই শুরু হয় জল্পনা। সম্প্রতি সুদীপার পোস্ট করা ছবিতে তার এক অনুগামী লেখেন, শাড়িটা কি ঢাকাই? নেকলেসটা কি রুপোর? নেটিজেনের এরকম প্রশ্ন দেখে রীতিমতো রেগে যান সুদীপা। এর উত্তরে তিনি লেখেন, ” আমি জানি না বাংলা ভাষাটা আজকাল এত কঠিন হয়ে গিয়েছে কিছু মানুষের কাছে । সহজ সরল ইংরেজি বা সামান্য ইংরেজি তারা বোঝেন না। বেশ খারাপ একটা সময়, কোভিড হয়তো জয় করে নেবো, কিন্তু অশিক্ষা আর কুরুচি- জয় করবো কীভাবে? আমি লিখেছিলাম আমি নকল জুয়েলারি পরি না। এর মধ্যে রুপো ও সোনা দুই রয়েছে। মানুষ সত্যিই অশিক্ষিত হয়ে গিয়েছে।” সুদীপার এইরুপ মন্তব্যের পরিপ্রেক্ষিতে নেটিজেনদের অনেকেই অনেক কথা বলেছেন ।
এমনকি কটাক্ষের মুখে পরতে হয়েছে সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়কে। তবে পরে অবশ্য সোশ্যাল মিডিয়ায় ক্ষমাও চেয়েছেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় ।
More Stories
২০২৪ সালের সেরা একডজন ভয়ের সিনেমা
মহাভারতের অশ্বথামা আজও ঘুরে বেড়াচ্ছেন ভারতের বিভিন্ন প্রান্তে!
Diljit Dosanjh: ‘হিন্দুস্থান কারও বাপের নয়..’ কনসার্ট থেকে কাদের নিশানা করলেন দিলজিৎ?