Home » হেরোইন তৈরীর কারখানা রাজ্যে? হতবাক পুলিশ, এসটিএফ

হেরোইন তৈরীর কারখানা রাজ্যে? হতবাক পুলিশ, এসটিএফ

সময় কলকাতা ডেস্ক :হেরোইন তৈরির কারখানা রাজ্যে? শুনতে অবাক লাগলেও ঘটনা সত্যি। প্রশ্ন উঠতেই পারে এতে অবাক হওয়ার কি আছে? হেরোইন তৈরির জন্য প্রয়োজন অত্যাধুনিক ল্যাবের। কিন্তু মুর্শিদাবাদের নবগ্রাম থানার নবগ্রামে হেরোইন তৈরীর কারখানায় তল্লাশি চালিয়ে অবাক পুলিশ ও এস টিএফ। কারণ নবগ্রামের এই হেরোইন তৈরীর কারখানায় সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে হেরোইন তৈরি করছিল মাদক কারবারিরা। নবগ্রামের ওই হেরোইন এর কারখানা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে হিরোইন তৈরির কাঁচামাল অর্থাৎ আফিম। পুলিশ ও এস টিএফ এর প্রাথমিক অনুমান এই কাঁচামাল থেকে প্রায় সাত থেকে আট কোটি টাকার হেরোইন তৈরি করা হত।

সূত্রের খবর, পুরোনো এক মাদক মামলায় গ্রেফতার এক ব্যক্তির থেকে গোপন তথ্য পেয়ে নবগ্রাম এর পার্শ্ববর্তী গ্রাম মথুরাপুরের বাসিন্দা আব্দুর রহমান ওরফে ফিরোজ নামের এক ব্যক্তির সঙ্গে হেরোইন কিনবে বলে প্রস্তাব পাঠায় পুলিশ। বিপুল পরিমাণে হেরোইন কেনার অর্ডার পেয়ে ,পুলিশের দেওয়া টোপ গিলে নেয় আব্দুর রহমান ওরফে ফিরোজ। সেই সূত্র ধরেই মথুরাপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহমান ওরফে ফিরোজের বাড়িতে হানা দেয় পুলিশ ও এসটিএফের যৌথবাহিনী। ফিরোজের বাড়ি থেকে উদ্ধার হয় কয়েক লক্ষ টাকা মুল্যের হেরোইন ও হেরোইন তৈরি সামগ্রী সহ নগদ 5 লক্ষ টাকা। ফিরোজকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় আশরাফ আলী ও তার স্ত্রী মর্জিনা খাতুনকে। এই মাদক পাচারকারী চক্রের সমস্ত পান্ডা পরস্পরের নিকটাত্মীয়। পুলিশ সূত্রের খবর এই সমগ্র গ্যাং এর আগে মুর্শিদাবাদের লালগোলায় তাদের এই মাদকচক্রের কারবারের জাল পেতে ছিল। কয়েক মাস আগেই পুলিশের তাড়া খেয়ে লালগোলা থেকে পালিয়ে এসে নবগ্রাম এবং মথুরাপুরে ঘাঁটি গেড়ে ছিল। বহরমপুর আদালতে তাদের তোলা হলে, পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। হেরোইন তৈরীর জন্য দরকার আফিম। আফিম কে প্রসেসিং করে তৈরি করা হয় মরফিন আর তার থেকেই তৈরি হয় হেরোইন। ফলে আফিমকে হেরোইনে প্রস্তুত করতে দরকার অত্যাধুনিক ল্যাব এর। সে ক্ষেত্রে সম্পূর্ণ অন্য পদ্ধতিতে এই মাদক কারবারিরা হেরোইন তৈরি করেছিল, যা দেখে হতবাক প্রশাসন।।

About Post Author