সময় কলকাতা ডেস্কঃ রাজ্যের বাকি পুর ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করলেন তৃণমুলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এবারের তালিকায় থাকছে অনেক চমক।
- দার্জিলিং বাদে রাজ্যের বাকি পুর সভার প্রার্থী তালিকা প্রকাশ তৃণমুলের।
- কোন বিধায়ককেই এবারে পুর ভোটে প্রার্থী করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
- নবীনদের পুর ভোটে লড়ার সুযোগ দিল শাসক দল।
- একই পরিবারের একাধিক ব্যক্তিকে টিকিট দেওয়া হচ্ছে না।
- নবীন প্রবীণের সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়েছে এবারের প্রার্থী তালিকায়। সাংবাদিক সম্মেলনে জানালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তৃণমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিতেই এই প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে বলেও জানান দলের মহাসচিব।
More Stories
মেদিনীপুরে ‘বিষ’ স্যালাইন কাণ্ডে এবার সন্তানহারা অসুস্থ প্রসূতি!
‘স্বাধীনতার অপমান’, মোহন ভাগবতকে গ্রেপ্তারের দাবি রাহুলের!
আবার ফিরবে কী দক্ষিণরায়? বাঘ জঙ্গলে ফিরলেও আতঙ্ক কাটছে না মৈপীঠবাসীর