সময় কলকাতাঃ বর্তমানে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় গাইকা সন্ধ্যা মুখোপাধ্যায় । ২৭ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় । সেদিনই করোনা পরীক্ষায় তাঁর পজেটিভ রিপোর্ট আসে । এরপর সন্ধ্যায় তাঁকে স্থানান্তরিত করা হয় অ্যাপোলো হাসপাতালে । এখনও তিনি অ্যাপোলো হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি । তিনি এখনও অক্সিজেন সাপোর্টে আছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তিনি এখনও সঙ্কটমুক্ত নন । এখনও তিনি করোনামুক্ত নয় বলেই জানা যাচ্ছে । শ্বাসকষ্ট, হালকা জ্বর, ফুসফুসে সংক্রমণ নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ।
প্রসঙ্গত,কিংবদন্তি শিল্পীর চিকিৎসার জন্য এসএসকেএম-এ তৈরি হয়েছিল একটি মেডিক্যাল বোর্ড । চিকিৎসক সুশান্ত মুখোপাধ্যায় এবং কার্ডিওলজির এইচওডি ডক্টর প্রকাশ চন্দ্র মণ্ডলের চিকিৎসাধীন রয়েছেন তিনি । তাঁর চিকিৎসায় তৈরি হয়েছে ৬ সদস্যের একটি মেডিক্যাল টিম । হাসপাতাল সূত্রে খবর, নতুন করে কোনও শারীরিক সমস্যা দেখা না দিলেও তাঁর রক্তচাপ কম, ভেসোপ্রেসর সাপোর্টের মাধ্যমে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখা হচ্ছে । গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের দুই ফুসফুসেই রয়েছে সংক্রমন এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা ।
More Stories
কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং অন্যান্য বিজেপি কর্মীদের আটক করেছে পুলিশ
এই গরমে তিস্তা বক্ষে অফবিট লোকেশনের সন্ধান
‘থার্ড কাউন্সেলিং পর্যন্ত বৈধ’… এই বক্তব্য সম্পর্কে কিছুই জানেন না শিক্ষামন্ত্রী!