সময় কলকাতা ডেস্ক : ছিলেন শাসক দল পরিচালিত পুরবোর্ডের প্রাক্তন চেয়ারম্যান। এবার তিনি-ই কিনা লড়বেন শাসক দলের বিপক্ষে।গোবরডাঙ্গা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্ত তৃনমূল কংগ্রেস দল থেকে পদত্যাগ করে নির্দলীয় প্রার্থী হয়ে লড়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন রবিবার বিকেলে।
উত্তর ২8পরগনার গোবরডাঙ্গা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্ত রবিবার বিকালে আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেন তিনি তৃনমূল কংগ্রেস ছেড়ে র্নিদলপ্রার্থী হয়ে লড়তে চান। তাঁর হাতের তালুর মত চেনা ৬নম্বর ওয়ার্ডে এবার তাঁর লড়াই তৃনমূল প্রার্থী গৌতম চক্রবর্তীর সঙ্গে।
গোবরডাঙ্গা পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও প্রার্থী তালিকা ঘোষনার পর দেখা যায় প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্তের নাম নেই, সেই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী হিসেবে নাম আছে গৌতম চক্রবর্তীর ।দলের দীর্ঘদিনের সুখ দুঃখের সঙ্গী ও বহু যুদ্ধের সৈনিক সুভাষ দত্ত বছর টিকিট না পেয়ে অভিমানে তৃনমূল কংগ্রেস দল ছাড়ার চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
সুভাষ দত্ত বলেন দীর্ঘ দিন কাউন্সিলার বা চেয়ারপার্সন থাকলে মানুষের মধ্যে একটা ক্ষোভ থাকে। তাঁর বিরুদ্ধে মানুষের কোনও ক্ষোভ নেই,উল্টে আস্থা ও ভালোবাসা আছে তাই জয়ের বিষয়ে পূর্ণমাত্রায় নিশ্চিত তিনি। তৃণমূল ছাড়লেও জয়ের পথে কোনও কিছুই তাঁর অন্তরায় হবে না জানান তিনি। জিতলে আবার তৃণমূলে তিনি ফিরতে সচেষ্ট হবেন কিনা সে বিষয়টি অবশ্য পরিষ্কার করেন নি সুভাষ দত্ত।।
More Stories
৫৫ দিনের মাথায় আরজি কর কাণ্ডের চার্জশিট জমা দিল সিবিআই, মূল অভিযুক্তের নাম দেখে কটাক্ষ কুণালের!
ফের রাজ্যসভার সাংসদের বাড়িতে ইডি হানা, ষড়যন্ত্র চলছে বলে ফুঁসে উঠলেন অরবিন্দ
পুজোর আগেই রক্তাক্ত বীরভূম, কয়লাখনির বিস্ফোরণে মৃত ৭