সময় কলকাতা ডেস্ক : সুন্দরবনের পাথরপ্রতিমায় ঠাকুরানী নদীর দুপারেই বাঘের পায়ের ছাপ লোকালয়ে। মাঝে মাঝে দেখাও মিলছে তার।গ্রামে গ্রামে হানা দিচ্ছে বাঘ।আতঙ্কে গ্রামবাসীরা ঘর ছেড়ে খুব একটা বেরোচ্ছেন না।দক্ষিণ চব্বিশ পরগনার পাথরপ্রতিমা ব্লকে ছড়িয়েছে আতঙ্ক।
পাথরপ্রতিমার পূর্ব সুরেন্দ্রনগরে বাঘের পায়ের ছাপ দেখা দেওয়ায় আতঙ্ক ছড়ালো এলাকায়। রবিবার এ খবর এলাকায় চাউর হতেই স্থানীয় গ্রামবাসীরা লাঠি হাতে গ্রামে পাহারা দিতে থাকেন। এরপর সেখানে কুয়েমুড়ি বিট অফিস থেকে বণদপ্তরের লোকজন পৌছান। বাঘের খোঁজে সকাল থেকে তল্লাশি চলছে এলাকায়।পায়ের ছাপ দেখে স্থানীয় গ্রামবাসীদের দাবি দুটি বাঘ এলাকায় রয়েছে। ভীত তাঁরা, আতঙ্কের মধ্যে রয়েছেন তাঁরা।
উল্লেখ্য,শুক্রবার রায়দিঘীর দমকলের ঠাকুরানী নদীর চরে বাঘের পায়ের ছাপ পাওয়া যায়।যদিও তখন বাঘ খুঁজে পাওয়া যায়নি। যদিও বৃহস্পতিবার রাতে বাঘ দেখেছিলেন জনৈক গ্রামবাসী। তবে বনদপ্তর সূত্রে বলা হচ্ছে,রবিবার ঠাকুরানী নদীর অপর প্রান্তে বাঘের পায়ের ছাপ মেলায় মনে করা হচ্ছে বাঘ নদী পার হয়ে অপরপ্রান্তে পৌছেছে। এই মুহূর্তে গ্রামবাসীরা জরুরি কাজ ছাড়া কেউ বাড়ির বাইরে যাচ্ছেন না। দিন কাটছে আশঙ্কায়।।
More Stories
মুর্শিদাবাদে চার দেশি পিস্তল-পাইপগান, কার্তুজ-সহ ধৃত ৩! এ যেন আগ্নেয়াস্ত্রের আতুঁরঘর
কুম্ভ থেকে অবশেষে বাড়ি ফিরলেন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দুই জন, স্বস্তিতে পরিবার
আজ থেকে উত্তরাখণ্ডে চালু হয়ে যাচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি