তমশ্রী রুদ্র, সময় কলকাতা : সরস্বতী পুজো মানেই বাঙালীর ভ্যালেন্টানস ডে। আর এই দিনে প্রিয় মানুষকে চমক দিতে কে না চায়? এবার পুজোর সকাল কাটুক ট্রাডিশ্যানাল লুকে। আটপৌরে হলুদ বা বাসন্তী রঙের তাঁতের শাড়ি, সঙ্গে পরুন কনট্রাস্ট ব্লাউজ আর হাল্কা কিছু গোল্ডের গহনা । পুজোর সাজে তাক লাগিয়ে দিন সবাইকে।
সরস্বতী পুজোর দিন প্রিয় মানুষটির হাত ধরে বেরবেন না সেটা কি হয় ! প্রেমিকের পাঞ্জাবির সাথে রঙ মিলিয়ে শাড়ি তো অনেকেই পরেন,তবে এবার একটু অন্য রকম সাজে সেজে প্রেমিকের দৃষ্টি কারুন। হাল্কা রঙের সিল্কের শাড়ি আঁচল ছেড়ে পরুন, কনট্রাস্ট ব্লাউজ আর হাল্কা গহনা আপনার ড্রেস কমপ্লিট । চোখে কাজল আর হাল্কা মেকআপে প্রেমিকের চোখে হয়ে উঠুন অনন্যা। যদি খুব ভারি শাড়ি ক্যারি করতে সমস্যা হয় তবে ট্রাডিশ্যানাল ট্রেন্ডের সাথে পাল্লা দিয়ে পরে ফেলুন জামদানী । সঙ্গে মানানসই গহনা ।
শাড়ি পরতে যদি খুবই সমস্যায় পরতে হয় পরেই নিন না লেহেঙ্গা বা ক্রপ টপ। আর লাস্যময়ী চেহারায় সবার নজর কারুন। প্রিয় মানুষ নেই তো কি হয়েছে ওয়েস্টার্ন আউট ফিটে একদম অন্য ভাবে বেরিয়ে পরুন আড্ডা দিতে। একদম অন্য রকম লুকে নজর কারুন সকলের। আউট ফিটে রাখতেই পারেন গাউন অথবা পালাজো । তবে পোশাকের তালিকা থেকে জিন্স টপ বা শর্টসকেও বাদ দেওয়া যাবে না একেবারেই। হলুদ টপ আর ব্লু বা ব্ল্যাক জিন্স -এর সাথে পরে নিন হান্টার সু। একটু চড়া মেকআপের সাথে পরুন ওয়ান পিস অথবা শর্টস আর পরুন স্টিলেটো।
আপনি হ্যাঙআউটের জন্য রেডি? তবে হলুদ কুর্তি বাদ যাবে কেন? প্রিয় মানুষের সাথে বেরবেন কিন্তু শাড়ি সামলাতে হিমশিম খেতে হয়? তবে এত চিন্তার কি আছে হলুদ অথবা সাদা কুর্তি পরে নিন । সাথে পরুন জিন্স, পালাজো, লেগিন্স অথবা লং স্কার্ট। তবে যাই পরুন না কেন মাস্ক পরতে একদম ভুলবেন না । ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে ড্রেসের সাথে ম্যাচিং করে মাস্ক পরে নিন। তবেই সম্পূর্ণ হবে আপনার সরস্বতী পুজোর সাজ।
More Stories
OPTICAL ILLUSION: শুধু মেধাবিদের জন্য, নিচের ছবি দুটি থেকে ৫০ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে ধাঁধাটির সমাধান করতে পারবেন?
OPTICAL ILLUSION: তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি থাকলে নিচের ছবি দুটি থেকে ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন
OPTICAL ILLUSION: ৫ শতাংশ পেরেছেন ৪০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?