সময় কলকাতা ডেস্ক: ভোজ্য তেলে ভেজাল কারবারের হদিশ মিলল হাওড়ার ডোমজুড়ে। গোপন সূত্রে খবর পেয়ে এনফোর্সম্যান্ট ব্রাঞ্চের সদস্যরা ডোমজুড় থানার জালান কমপ্লেক্সের এক নম্বর গেটের নয় নম্বরগলিতে ভোজ্য তেন প্রস্তুতকারী ওই সংস্থার গোডাউনে হানা দেয়।গোডাউনে হানা দিয়েই চক্ষুচড়কগাছ এনফোর্সম্যান্ট ব্রাঞ্চের সদস্যদের।সরষের তেলের নাম করে ওই তেলের সঙ্গে ৬০ শতাংশ রাইসব্যান তেল মেশাচ্ছে ওই সংস্থা।এরপরেই প্রায় টন মজুত তেল ও বিক্রির জন্য প্রস্তুত করা প্রায় এক হাজার টিন তেল আটক করে।পাশাপাশি ওই সময় কারখানায় কর্মরত কর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই অন্য একটি কোম্পানির ভোজ্য তেল সেখানে নিয়ে এসে চলত ভেজাল মেশানোর কাজ। এরপর সেই তেল আরতি নামে নিজেদের সংস্থার ব্র্যান্ডিংয়ে পৌঁছে দেওয়া হতো কলকাতা ও সংলগ্ন জেলাগুলির বাজারে। গোপন সূত্রে সেই খবর আসে ইবি কর্তাদের কাছে। এরপরই এদিন দুপুরে তারা হানা দেয় ওই কারখানায়।আটক করা হয় ভেজাল তেল। কোথা থেকে ওই তেল নিয়ে আসা হত এবং তাতে কি ধরনের ভেজাল মেশানো হতো, এই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছেন গোয়েন্দা কর্তারা। পাশাপাশি তেলগুলি কলকাতার বাজারে কিভাবে বিক্রি করা হত তাও খতিয়ে দেখছে। ধৃত কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে কারখানাটির মালিকের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।
যদিও ভেজাল মেশানোর কথা সংবাদ মাধ্যমের কাছে অস্বীকার করেছেন কারখানার সুপারভাইজর। তাঁর দাবি নিয়ম মেনেই তাঁরা কাজ করছিলেন।
More Stories
ডিগ্রি নেই, অথচ চিকিৎসা করছেন! আর জি কর আন্দোলনের মুখ আসফাকুল্লাকে নোটিস কাউন্সিলের
এবার স্বাস্থ্যদপ্তর ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের আবেদনের সময়সীমা বেঁধে দিল
গোয়ালপোখরে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় বাংলাদেশি যোগ! ২ দুষ্কৃতীর খোঁজে পুরস্কার ঘোষণা